পহেলগামের সন্ত্রাসবাদী হামলার পরে ৪৫ দিন হতে চলেছে। কিন্তু পহেলগামের ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসবাদীরা এখনও অধরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামিকাল জম্মু-কাশ্মীরে যাচ্ছেন। পহেলগামে নিরীহ পর্যটকদের উপরে সন্ত্রাসবাদী হামলা ও ‘অপারেশন সিঁদুর’-এর পরে এই প্রথম। তার আগে কংগ্রেস ফের মনে করিয়ে দিল, ওই জঙ্গিরা এখনও ধরা পড়েনি। কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ বলেন, ‘‘জম্মু-কাশ্মীর যাওয়ার আগে প্রধানমন্ত্রী নিশ্চয়ই জানেন, ২২ এপ্রিল পহলগামে বর্বর হামলার সঙ্গে সরাসরি যুক্ত জঙ্গিরা এখনও ধরা পড়েনি। এই সন্ত্রাসবাদীরা ২০২৩-এর ডিসেম্বরে পুঞ্চ ও ২০২৪-এর অক্টোবরে গগনগীর ও গুলমার্গের সন্ত্রাসবাদী হামলার সঙ্গেও যুক্ত ছিল বলে রিপোর্ট মিলেছে।’’
প্রধানমন্ত্রীর সফরের ২৪ ঘণ্টা আগে বৃহস্পতিবার এনআইএ বা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠনগুলির কার্যকলাপের তদন্তে কাশ্মীর জুড়ে তল্লাশি চালিয়েছে। টিআরএফ, ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট, মুজাহিদিন গজ়ওয়াত-উল-হিন্দ, কাশ্মীর টাইগার্সের মতোই লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদ, আল-বদরের শাখা সংগঠনগুলির জঙ্গি ও কর্মীদের বাড়িতে হানা দেন তদন্তকারীরা। এনআইএ-র বক্তব্য, জঙ্গিরা সন্ত্রাসে মদত দিতে সমাজমাধ্যম, অনলাইন অ্যাপ কাজে লাগাচ্ছে। ড্রোনের মাধ্যমে অস্ত্র, গোলাগুলি, বিস্ফোরক পাচার করা হচ্ছে। শুক্রবার প্রধানমন্ত্রীর সফর ঘিরেও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
প্রধানমন্ত্রী আগামিকাল চেনাব নদীর উপরে বিশ্বের সর্বোচ্চ রেলসেতুর উদ্বোধন করবেন। ভারতের প্রথম ঝুলন্ত রেলসেতু— অঞ্জি সেতুরও উদ্বোধন করবেন। উধমপুর-শ্রীনগর-বারামুলা রেল প্রকল্পের উদ্বোধন করবেন মোদী। বৈষ্ণোদেবী-কাটরা থেকে শ্রীনগরের মধ্যে যাতায়াতের জন্য দু’টি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রাও শুরু করবেন। সব মিলিয়ে প্রায় ৪৬ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন হবে প্রধানমন্ত্রীর এই সফরে। ফলে রেলপথে জম্মুর সঙ্গে কাশ্মীর উপত্যকার সংযোগ আরও মসৃণ হবে। খারাপ আবহাওয়া বা প্রাকৃতিক দুর্যোগে জাতীয় সড়ক বন্ধ হলেও রেল যোগাযোগ চালু থাকবে।
জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার বলেন, ‘‘যখন আমি সপ্তম বা অষ্টম শ্রেণিতে পড়ি, তখন থেকে এই রেল প্রকল্পের কাজ শুরু হয়েছিল। এখন আমার সন্তানেরা পড়াশোনা শেষ করে কাজ করতে শুরু করেছে। দীর্ঘ সময় ধরে এই প্রকল্পের অপেক্ষা চলছে। বন্দে ভারত চালু হচ্ছে। এ বার জাতীয় সড়ক হলে বিমানের টিকিটের দাম যে ৫ হাজার থেকে বেড়ে ২০ হাজার টাকা হয়ে যেত, তা আর হবে না।’’ মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রধানমন্ত্রীর কর্মসূচির প্রস্তুতির তদারকি করেছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)