Advertisement
০৪ মে ২০২৪
Rahul Gandhi

বিজেপিকে ‘গুরু’ মানলেন রাহুল গান্ধী, বছরের শেষ দিনে কী বলতে চাইলেন কংগ্রেসের ‘শিষ্য’ নেতা

রাহুল বলেন, ‘‘আমি ওদের (বিজেপি) গুরু মানি। কারণ কী কী করলে ভুল হবে, তা প্রতিনিয়ত আমাদের স্মরণ করিয়ে দিয়ে চলেছে বিজেপি। আমি চাই, ওরা আমাদের আরও আগ্রাসী ভঙ্গিতে আক্রমণ করুক।’’

বিজেপিকে গুরু মানার কারণ কী জানালেন রাহুল গান্ধী?

বিজেপিকে গুরু মানার কারণ কী জানালেন রাহুল গান্ধী? ছবি— পিটিআই।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২ ১৭:১৯
Share: Save:

বিজেপি যত আক্রমণ করবে, কংগ্রেসের তত সুবিধা। বিজেপিকে আক্রমণের ঝাঁজ কমছে না রাহুল গান্ধীর। শনিবার ব্যঙ্গের সুরে রাহুল জানালেন, তিনি বিজেপিকে গুরু মানেন। কারণ, বিজেপিই সেই দল যারা কোনটা ভুল তা সব সময় মনে করিয়ে দেয়। আর তাই কংগ্রেসের নীতি আদর্শ মনে রাখার জন্য বিজেপির মতো দল থাকা জরুরি।

শনিবার ভারত জোড়ো যাত্রার বিরতিতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাহুল। সেখানেই বিজেপিকে আক্রমণ করতে গিয়ে তিনি বলেন, ‘‘আমি চাই ওরা (বিজেপি) আমাদের আরও আগ্রাসী ভঙ্গিতে আক্রমণ করুক। কংগ্রেসকে তার নীতি আদর্শ মনে করিয়ে দিতে তা সাহায্য করবে। আমি ওদের গুরু মানি।’’

দেশে বিজেপি বিরোধিতার প্রবল চোরাস্রোত বইছে বলেও সাংবাদিকদের কাছে দাবি করেছেন রাহুল। তাঁর মতে, এই পরিস্থিতিকে কাজে লাগাতে বিরোধীদের সমন্বয়ের পথে এগিয়ে আসতে হবে। যাতে গেরুয়া শিবিরের বিকল্প ভাবনা মানুষের কাছে সফল ভাবে তুলে ধরা যায়। কংগ্রেসের প্রাক্তন সভাপতি বলেন, ‘‘বিজেপি ও কংগ্রেসের মধ্যে লড়াই এখন আর কৌশলগত রাজনৈতিক লড়াইয়ে আটকে নেই। বিরোধীদের প্রয়োজন একটি কেন্দ্রীয় আদর্শগত কাঠামো। যা কংগ্রেস ছাড়া আর কেউ দিতে পারবে না। কিন্তু বিরোধী দলগুলো যেন অস্বস্তির মধ্যে না পড়ে তা-ও আমাদেরই নিশ্চিত করতে হবে।’’

এই প্রসঙ্গেই অন্যান্য বিরোধী দল নিয়ে কংগ্রেসের মনোভাব আরও স্পষ্ট করেন রাহুল। পাশাপাশি, তিনি মনে করিয়ে দেন বিরোধী দলগুলোর একাধিক বাধ্যবাধকতার কথাও। রাহুল বলেন, ‘‘ভারত জোড়ো যাত্রার দরজা সকলের জন্যই খোলা। আমরা কাউকে পদযাত্রায় যোগ দিতে বারণ করছি না। অখিলেশ জি, মায়াবতী জি এবং অন্যান্যরাও চান আমাদের দেশ ভালবাসার ভারত হিসাবে গড়ে উঠুক। এবং আমাদের প্রত্যেকের মধ্যে আদর্শগত সম্পর্কও রয়েছে।’’

ভারত জোড়ো যাত্রা রাজধানী দিল্লিতে পৌঁছনোর পর আপাতত কয়েক দিনের বিরতি। আগামী ৩ জানুয়ারি দিল্লি থেকে ফের পদযাত্রা আরম্ভ হবে। পরবর্তী পর্যায়ে তা প্রবেশ করবে উত্তরপ্রদেশে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rahul Gandhi Bharat Jodo Yatra BJP Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE