Advertisement
২৩ এপ্রিল ২০২৪

লাভাসা-বিতর্কে সুর চড়াল কংগ্রেস

গত লোকসভা নির্বাচনের প্রচারের সময়ে নরেন্দ্র মোদী-অমিত শাহের বিরুদ্ধে একাধিক বার আদর্শ আচরণবিধি ভাঙার অভিযোগ উঠেছিল।

রণদীপ সুরজেওয়ালা।

রণদীপ সুরজেওয়ালা।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৯ ০৩:৩০
Share: Save:

লাভাসা বিতর্কে বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ এনে সরব হল কংগ্রেস। আজ দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, ‘‘নিরপেক্ষ রেফারিকে শাস্তি দেওয়া হচ্ছে। এটাই বিজেপির নীতি।’’

গত লোকসভা নির্বাচনের প্রচারের সময়ে নরেন্দ্র মোদী-অমিত শাহের বিরুদ্ধে একাধিক বার আদর্শ আচরণবিধি ভাঙার অভিযোগ উঠেছিল। কিন্তু প্রতিটি ক্ষেত্রে অভিযোগ থেকে মুক্তি পেয়ে যান মোদী-শাহ। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মোদী-শাহের বিরুদ্ধে ওঠা অভিযোগের অধিকাংশে তাঁদের ক্লিনচিট দেওয়া নিয়ে আপত্তি জানিয়েছিলেন উপনির্বাচন কমিশনার অশোক লাভাসা। কিন্তু তিন সদস্যের ওই কমিটির বাকি দু’জন প্রতিটি অভিযোগেই মোদী-শাহকে ক্লিনচিট দেওয়ায় ছাড় পেয়ে যান তাঁরা।

সাময়িক ভাবে বিষয়টি মিটলেও, গত ৫ অগস্ট লাভাসার স্ত্রী নেভালকে নোটিস পাঠায় আয়কর দফতর। প্রায় ২৮ বছর স্টেট ব্যাঙ্কে কাজ করার পর ২০০৫ সালে সেখান থেকে অবসর নিয়ে বিভিন্ন সংস্থার অধিকর্তা হিসেবে কর্মরত রয়েছেন নোভাল। স্বামীর বিরুদ্ধে বদলা নিতেই নেভালকে আয়কর দফতর নোটিস পাঠিয়েছে বলে আজ সরব হয়েছেন কংগ্রেস নেতৃত্ব। মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, ‘‘অশোক লাভাসা লোকসভা ভোটের সময়ে মোদী-শাহের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ক্লিনচিট দিতে রাজি হননি। তাই তাঁর স্ত্রীকে এখন হেনস্থা করা হচ্ছে।’’ নেভাল অবশ্য গত কালই জানিয়েছেন, তিনি সর্বদাই নিয়ম মেনে আয়কর দিয়ে এসেছেন। এ ক্ষেত্রেও আয়কর দফতরের সঙ্গে সহযোগিতা করেই চলছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Congress BJP Ashok Lavasa
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE