সংসদের অধিবেশনের এক রাত আগে নিজের নতুন টিম ঘোষণা করে নরেন্দ্র মোদীর মোকাবিলায় নামলেন রাহুল গাঁধী।
কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে আজ রাহুল ৫১ জনের নাম ঘোষণা করেন। যেখানে তাঁর প্রতিশ্রুতিমাফিক কাজ না করা প্রবীণদের বাদ দিলেন। এখনও সক্রিয়, এমন প্রবীণদের রেখে জায়গা দিলেন নবীন মুখকেও। মার্চেই কংগ্রেসের প্লেনারি অধিবেশনে সিদ্ধান্ত হয়েছিল, ভোট না করে রাহুলই স্থির করবেন নতুন কমিটি। রবিবারই বসছে নতুন কমিটির বৈঠক। সংসদের অধিবেশনের এক রাত আগে নিজের টিম ঘোষণা করে রাহুলের বার্তা স্পষ্ট, অভিজ্ঞতা এবং উৎসাহের সমন্বয় আছে যে নেতাদের মধ্যে, এবং যাঁদের জনভিত্তি রয়েছে, তাঁদের নিয়েই ভোটযুদ্ধে ঝাঁপাবেন তিনি।
দিগ্বিজয় সিংহ, কমল নাথ, দলিত মুখ সুশীলকুমার শিন্দে, মোহন প্রকাশ, সি পি জোশী, জনার্দন দ্বিবেদীর মতো অনেক প্রবীণই বাদ পড়লেন। রাহুলের টিমে নেই বি কে হরিপ্রসাদ, মধুসূদন মিস্ত্রি, শশী তারুর, জয়রাম রমেশ, অস্কার ফার্নান্ডেজ, কর্ণ সিংহ, সলমন খুরশিদের মতো নেতারাও। এসেছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, দীপেন্দ্র হুডা, জিতিন প্রসাদ, সুস্মিতা দেবের মতো নবীন মুখ। উমেন চান্ডি, কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, কে সি বেণুগোপাল, পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা তরুণ গগৈ, শৈলজাও স্থান পেয়েছেন কমিটিতে।