হাসপাতালে ভর্তি কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গে। বেঙ্গালুরুর এমএস রামাইয়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৮৩ বছর বয়সি প্রবীণ রাজনীতিককে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, জ্বরে ভুগছেন খড়্গে। পায়েও ব্যথা অনুভব করছেন তিনি।
কবে থেকে তিনি জ্বরে ভুগছেন, তা এখনও জানা যায়নি। দলের তরফেও এ বিষয়ে কিছু জানানো হয়নি। তবে কংগ্রেসের এক নেতা পিটিআই-কে জানান, হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানেই রয়েছেন খড়্গে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং উদ্বিগ্ন হওয়ার কোনও কারণে নেই বলেই আশ্বস্ত করেছেন কংগ্রেসের ওই নেতা।
গত ২৪ সেপ্টেম্বর বিহারের পটনায় কংগ্রেসের বর্ধিত কার্যনির্বাহী সমিতির বৈঠক ছিল। ওই বৈঠকে উপস্থিত ছিলেন খড়্গে। পরে গত সোমবারও দলের তরফে খড়্গের অক্টোবরের কর্মসূচির বিষয়ে ঘোষণা করা হয়। আগামী ৭ অক্টোবর নাগাল্যান্ডের কোহিমায় একটি জনসভায় বক্তৃতা করার কথা রয়েছে তাঁর। এরই মধ্যে বুধবার সকালে তাঁর অসুস্থতার কথা প্রকাশ্যে আসে। জ্বর এবং পায়ে ব্যথা নিয়ে মঙ্গলবার রাত থেকেই হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
আরও পড়ুন:
গত বছর জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনের প্রচারপর্বে বক্তৃতা করতে করতে অসুস্থ হয়ে পড়েছিলেন খড়্গে। ওই সময় জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় জনসভা চলাকালীন হঠাৎই ভারসাম্য হারান তিনি। তবে বড় বিপদ হওয়ার আগেই দলের নেতা-কর্মীরা প্রবীণ এই কংগ্রেস নেতাকে ধরে ফেলেন। তাঁকে চেয়ারে বসানো হয়। তবে কিছু ক্ষণ পরেই নিজেকে সামলে নিয়ে ফের স্বমেজাজে ফেরেন কংগ্রেস সভাপতি। উপস্থিত জনতার উদ্দেশে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত তিনি বেঁচে থাকবেন।