Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Himanta Biswa Sarma

Himanta Biswa Sarma: হিমন্তের দেহরক্ষীদের নিয়ে প্রশ্ন কংগ্রেসের

খালেকের দাবি, গরুখুঁটির উচ্ছেদ সম্পর্কে মন্তব্য করার সময় হিমন্ত সংখ্যালঘু মানুষদের বাংলাদেশি মুসলিম বলে অভিহিত করেছেন।

দেহরক্ষীদের সঙ্গে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব।

দেহরক্ষীদের সঙ্গে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২১ ০৬:৪৬
Share: Save:

অসমের বিজেপি নেতাদের দেহরক্ষী ত্যাগ করতে বলে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা দাবি করেছিলেন, দেহরক্ষী নিয়ে ঘোরা কংগ্রেসের সংস্কৃতি। তা নিয়ে বুধবার পাল্টা আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ আব্দুল খালেক। অন্য প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনেছেন তিনি। খালেকের দাবি, গরুখুঁটির উচ্ছেদ সম্পর্কে মন্তব্য করার সময় হিমন্ত সংখ্যালঘু মানুষদের বাংলাদেশি মুসলিম বলে অভিহিত করেছেন। সংবিধানের নামে শপথ নেওয়া মুখ্যমন্ত্রীর পক্ষে এটা অবৈধ কাজ। এ নিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগও দায়ের করেছেন খালেক।

দেহরক্ষী প্রসঙ্গে এই কংগ্রেস সাংসদ বলেন, “কাকে দেহরক্ষী দেওয়া হবে, তা মুখ্যমন্ত্রী নন, ঠিক করে পুলিশের কমিটি। আর মুখ্যমন্ত্রী নিজে যেখানে বলেছেন, বিজেপির কারও প্রাণের ভয় নেই, সেখানে নিজে কেন এত জন দেহরক্ষী নিয়ে ঘোরেন?” খালেকের দাবি, আগে নিজের দেহরক্ষীদের সরিয়ে দিয়ে দৃষ্টান্ত দেখান হিমন্ত।

এ দিকে মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বিধানসভার ডেপুটি স্পিকার নুমল মোমিন এ দিন বলেন, ‘‘আগে-পিছে দেহরক্ষী রেখে রাজনীতি করা উচিত নয়। অসমের পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। তাই যাঁদের প্রাণের ভয় নেই, তাঁদের দেহরক্ষী ত্যাগ করাই ভাল। দেহরক্ষী থাকলে মানুষের সঙ্গে দূরত্ব বাড়ে।”

অসমের ডিজিপি ভাস্করজ্যোতি মহন্ত বলেন, “অনাবশ্যক ভাবে পুলিশকর্মীদের অন্য কাজে ব্যবহার করায় তদন্ত প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। তাই অপ্রয়োজনীয় দেহরক্ষী বাতিল করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Himanta Biswa Sarma Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE