E-Paper

পিণ্ড দানের কথা বলে বিতর্কে লালু

শুক্রবার বিহারের গয়া ও মোকামায় সরকারি অনুষ্ঠানে যোগ দেন মোদী। বিধানসভা ভোটের মুখে সেখান থেকে বিহারের জন্য বহু প্রকল্পের কথা ঘোষণা করেন। তবে এনডিএ শিবিরের রাজনৈতিক সভাটি ছিল গয়ায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৫ ০৭:২৮
আরজেডি প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব।

আরজেডি প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। — ফাইল চিত্র।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গয়া সফরকে কটাক্ষ করতে গিয়ে এ বার বিতর্ক ডেকে আনলেন আরজেডি নেতা লালু প্রসাদ।

শুক্রবার বিহারের গয়া ও মোকামায় সরকারি অনুষ্ঠানে যোগ দেন মোদী। বিধানসভা ভোটের মুখে সেখান থেকে বিহারের জন্য বহু প্রকল্পের কথা ঘোষণা করেন। তবে এনডিএ শিবিরের রাজনৈতিক সভাটি ছিল গয়ায়। আর রাজনৈতিক সভা করার জন্য গয়াকেই বেছে নেওয়ায় স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মোদী ও নীতীশ কুমারকে নিশানা করেন লালু। আরজেডি নেতা লালু এনডিএ শিবিরকে কটাক্ষ করতে গিয়ে মন্তব্য করেন, প্রধানমন্ত্রী মোদী আজ গয়ায় এসেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের রাজনীতির পিণ্ড দান করতে।

লালুর এমন মন্তব্য নিয়ে বিহারের রাজনীতিতে বিতর্কের সৃষ্টি হয়েছে। শেষ পর্যন্ত যার ব্যাখ্যা দিতে এগিয়ে আসতে হয়েছে আরজেডিকে। আরজেডির রাজ্যসভার সাংসদমনোজ ঝা আজ এই প্রসঙ্গে বলেন, লালু প্রসাদ বিভিন্ন সময়ে রূপক ব্যবহার করে কথা বলে থাকেন।তিনি আসলে কোনও ব্যক্তির পিণ্ড দানের কথা বলতে চাননি। বরং বোঝাতে চেয়েছেন যে, নীতীশ কুমারের রাজনীতির মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে। নরেন্দ্র মোদী সেটা ভাল ভাবেই জানেন। সে জন্যই সভাকরার জন্য গয়াকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তবে লালুর বক্তব্য নিয়ে আরজেডি ব্যাখ্যা দিলেও ভোটের মুখে বিহারে পিণ্ড দান শব্দটি ব্যবহার করেছে বিজেপিও। দলের নেতা শাহনাওয়াজ় হুসেন লালুকে জবাব দিতে গিয়ে বলেছেন, এ বারের ভোটে বিহারের মানুষ আরজেডির নেতৃত্বাধীন মহাজোটেরই পিণ্ড দান করবে।

একই সুরে কথা বলেছেন জেডিইউয়ের নেতা রাজীব রঞ্জন প্রসাদ। এই প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘‘এ বারের নির্বাচনে বিহারের মানুষ আরজেডিকে পিণ্ড দান করবে। এটাই আরজেডির শেষ ভোট।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Lalu Prasad Yadav PM Narendra Modi Political Conflict RJD BJP gaya

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy