E-Paper

‘ইন্ডিয়া’ মঞ্চ প্রসঙ্গে ওমরের মন্তব্যে বিতর্ক

ওমরের মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে ‘ইন্ডিয়া’ মঞ্চের অন্দরমহলে। আরজেডি-র রাজ্যসভা সাংসদ মনোজ ঝা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “অসুবিধাজনক পরিস্থিতিতে মানুষ তাড়াহুড়ো করে মন্তব্য করেন, কিন্তু এমন মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত।”

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ০৮:৪১
ওমর আবদুল্লা।

ওমর আবদুল্লা। — ফাইল চিত্র।

বিহারে ‘ইন্ডিয়া’ মঞ্চের বিপর্যয়ের পরে এই প্রথম ঢিল ছুড়েছেন শরিক দল এনসি-র প্রধান ওমর আবদুল্লা। একটি সম্মেলনে তাঁর বক্তব্য, এই মঞ্চ লাইফ সাপোর্টে রয়েছে। তাঁর কথায়, “দুর্ভাগ্যবশত, বিহারের মতো ফলাফল আসে এবং আমরা আবার পড়ে যাই। তখন আমাদের আইসিইউতে নিয়ে যেতে হয়!”

ওমরের মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে ‘ইন্ডিয়া’ মঞ্চের অন্দরমহলে। আরজেডি-র রাজ্যসভা সাংসদ মনোজ ঝা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “অসুবিধাজনক পরিস্থিতিতে মানুষ তাড়াহুড়ো করে মন্তব্য করেন, কিন্তু এমন মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত। সব কিছু জনগণের হাতে। যদি জোট লাইফ সাপোর্টে থাকে, তবে ওমর আবদুল্লাও তো সেই জোটের অংশ। তিনি কি এই জোটকে পুনরুদ্ধারের চেষ্টা করেছেন?” মনোজ ঝা আরও বলেন, “এটি কোনও একটি রাজনৈতিক দলের বিষয় নয়, এটি জোটের সকল সদস্যের দায়িত্ব। দায়িত্ব কেবল তাচ্ছিল্য করার মধ্যেই শেষ হয় না।” কংগ্রেসের সাংসদ মনোজ কুমার অবশ্য কিছুটা ক্ষত মেরামতির ঢঙে বলেছেন, “ওমর আবদুল্লা ইন্ডিয়া জোটের সদস্য। তিনি যখন কিছু অভাব অনুভব করেন, তখনই সেটা বলেন যাতে আমাদের জোট আরও শক্তিশালী হয়। তিনি বিজেপিতে যোগ দেবেন না, আমাদের সঙ্গেই আছেন। জম্মু ও কাশ্মীরের জনগণ রাহুল গান্ধীর প্রতি বিশ্বাস রাখেন। এই কারণেই ওমর আবদুল্লা জম্মু ও কাশ্মীরে বড় জয় অর্জন করেছেন।”

অন্য দিকে, বিজেপি গোটা বিষয়টি নিয়ে পুলকিত। দলের নেতা শাহনওয়াজ হুসেন বলেছেন, “ওমর আবদুল্লা ভুল বলছেন! ইন্ডিয়া জোট এখন লাইফ সাপোর্টে নেই, এটি ইতিমধ্যেই মৃত! এটি ২০১৯-এর লোকসভা নির্বাচনের পরই শেষ হয়ে গেছে। এর কোনও নেতা বা নীতি নেই। এই জোটের প্রতি শ্রদ্ধা নিবেদন করা উচিত।”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Omar Abdullah Jammu and Kashmir INDIA Block Bihar Assembly Election 2025

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy