Advertisement
E-Paper

সংঘাতের জোড়া ফলা আপের

সুপ্রিম কোর্টের রায়ের চব্বিশ ঘণ্টা কাটার আগেই নতুন করে বিতর্কে জড়া়ল আম আদমি পার্টি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৮ ০৫:৩৬
অরবিন্দ কেজরীবাল

অরবিন্দ কেজরীবাল

সুপ্রিম কোর্টের রায়ের চব্বিশ ঘণ্টা কাটার আগেই নতুন করে দ্বন্দ্বে জড়া়ল আম আদমি পার্টি। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল অধিকারের প্রশ্নে উপরাজ্যপালকে আক্রমণের নিশানা করলেন, অন্য দিকে আমলাদের বদলির নির্দেশ জারি করে মুখ্যসচিবের সঙ্গে সরাসরি সংঘাতে নামলেন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া। আপাতত ঠিক হয়েছে, কেজরী কাল উপরাজ্যপালের সঙ্গে দেখা করবেন। সুপ্রিম কোর্টের রায় নিয়ে দু’জনের কথা হবে।

গোড়া থেকেই দিল্লির আমলাদের বদলি-নিয়োগের ক্ষমতা নিজের হাতে নিতে চাইছিল আপ সরকার। তাদের অভিযোগ, কেন্দ্রের নির্দেশে আমলারা তাঁদের জনমুখী কাজের রূপায়ণে সমস্যার সৃষ্টি করে যাচ্ছেন। তাই কোর্টের রায়ের পরেই বিভিন্ন দফতরে আমলাদের বদলির নির্দেশ জারি করলেন সিসৌদিয়া। কিন্তু সেই আবেদন খারিজ করে কর্মীবৃন্দ উল্টে জানিয়েছে, আমলাদের বদলির ক্ষমতা উপরাজ্যপালের হাতেই। ওই সংক্রান্ত ২০১৬ সালে একটি নির্দেশিকা রয়েছে। সুপ্রিম কোর্ট এমন কোনও রায় দেয়নি যাতে মনে হয় সেই নির্দেশিকা বাতিল হয়েছে। মুখ্যসচিবের দফতর থেকে লিখিত ভাবে ওই কথা জানানো হয়। সিসৌদিয়া বলেন, ‘‘কোর্টের রায়ও মানছেন না আমলারা। ফের আদালতের শরণাপন্ন হবে সরকার।’’

আজ সরাসরি উপরাজ্যপালের উদ্দেশ্যে পত্রাঘাত করেছেন কেজরীবালও। গত কালই সুপ্রিম কোর্ট জানিয়েছিল, দিল্লির আসল ক্ষমতার অধিকারী নির্বাচিত সরকারই। সেই রায় উল্লেখ করে কেজরীবাল এ দিন উপরাজ্যপাল অনিল বৈজলকে লেখেন, ‘‘কোনও বিষয়েই আর আপনার সম্মতি লাগবে না। পরিষেবা সংক্রান্ত সমস্ত কার্যকরী ক্ষমতা মন্ত্রিসভার হাতেই রয়েছে।’’ কেজরীবাল ওই চিঠি লিখলেও আপ শিবির স্বীকার করে নিচ্ছে, আইন-শৃঙ্খলা, পুলিশ, জমি সংক্রান্ত সিদ্ধান্ত বৈজলই নেবেন। কেজরীও তা বিলক্ষণ জানেন। তা সত্ত্বেও বিষয়টি নিয়ে যত বিরোধ-সংঘাত বজায় থাকে, তত রাজনৈতিক ভাবে ফায়দা পাবেন কেজরীবাল। বিজেপির বক্তব্য, কেজরীবাল যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন তার সিকি ভাগও পূরণ করেননি। তাই কেন্দ্রের নির্দেশে উপরাজ্যপাল দিল্লির সরকারকে কাজ করতে দিচ্ছেন না বলে অভিযোগ তুলেই মুখরক্ষার রাস্তা খুঁজছেন আপ নেতৃত্ব।

অরবিন্দ কেজরীবাল Aam Aadmi Party AAP Supreme Court
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy