Advertisement
১৬ সেপ্টেম্বর ২০২৪
Bizarre

বয়স্ক মানেই ‘দাদু’! পুরুষ ‘বন্ধু’র মন্তব্যে রেগে কাঁই তরুণী, জানিয়ে দিলেন, কথাই বলবেন না

ঘটনার সূত্রপাত একটি ছবি থেকে। চ্যাটে পুরুষ বন্ধুটিকে এক বয়স্ক মানুষের ছবি পাঠিয়েছিলেন তরুণী। সেই ছবি দেখে তিনি বলেন, ‘‘বাহ দাদুর তো দেখছি বেশ কেতা আছে।’’

গ্রাফিক— শৌভিক দেবনাথ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৪ ১৯:২২
Share: Save:

কথা এগোচ্ছিল। পরিচয়ও বাড়ছিল একটু একটু করে। শুরু হয়েছিল প্রিয় মানুষজনকে চেনানোর পর্বও। আচমকাই ঘেঁটে গেল সম্পর্ক। নতুন পুরুষ ‘বন্ধু’র কথায় এতটাই রেগে গেলেন তরুণী, যে সোজাসুজি জানিয়ে দিলেন, ‘‘আর আমার সঙ্গে কথা বলবে না। তোমাকে বোঝা হয়ে গিয়েছে আমার।’’

ঘটনার সূত্রপাত একটি ছবি থেকে। চ্যাটে পুরুষ বন্ধুটিকে এক বয়স্ক মানুষের ছবি পাঠিয়েছিলেন তরুণী। সেই ছবি দেখে তিনি বলেন, ‘‘বাহ দাদুর তো দেখছি বেশ স্টাইল আছে।’’ ওই মন্তব্যের পরই রেগে যান তরুণী। তিনি প্রথমে জানতে চান, ‘‘কী দেখে তোমার মনে হল উনি আমার দাদু?’’ এর জবাবে হতভম্ব পুরুষ বন্ধুটি লেখেন, ‘‘আমি তো প্রশংসা করছিলাম!’’ জবাবে ওই তরুণী লেখেন, ‘‘আমার সঙ্গে আর একদম কথা বলবে না।’’ তার পরেই লেখেন, তুমি জানো উনি আমার কে? একজন বয়স্ক মানুষকে দেখেই দাদু বলে দিতে হল! তোমার মানসিকতা কীরকম, তা বোঝা হয়ে গিয়েছে আমার। তাই আমার থেকে দূরে থাকো।’’

এর জবাবে উল্টো দিকের পুরুষটি লেখেন, ‘‘আমি প্রশংসা করার সময় যত না ভেবেছি, তার থেকে অনেক বেশি প্রশংসা শোনার সময় তুমি ভেবেছো দেখতে পাচ্ছি। আমি শুধু বোঝাতে চেয়েছিলাম ওঁকে ভাল লাগছে। কিন্তু তুমি তো এর অন্য মানেই করে নিলে।’’ এই ব্যাখ্যার জবাবে ওই তরুণী লিখেছেন, ‘‘ভাল মনে হলে শুধু ভাল বললেই হত। ওঁকে দাদু বলার কী দরকার ছিল? তুমি মনে মনে ভেবে নিলে উনি আমার দাদু!’’

এই কথোপকথন ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে ওই কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করে ওই মহিলার পুরুষ ‘বন্ধু’ লিখেছেন, ‘‘আপনাদের কি মনে হচ্ছে না, ইনি খামোখাই মাথা খারাপ করেছেন!’’

যদিও নেটাগরিকদের জবাব তাঁর পক্ষে যায়নি। অনেকেই ওই মহিলাকেও সমর্থন করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bizarre
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE