গাড়িতে চাপিয়ে মধ্যপ্রদেশের কাটনি থেকে মহারাষ্ট্রের পাঠানো হচ্ছিল হাওয়ালার টাকা। একটু-আধটু নয়, ১ কোটি ৪৫ লক্ষ টাকা। সেই টাকা বাজেয়াপ্ত করার বদলে লুটের অভিযোগ উঠল মধ্যপ্রদেশ পুলিশের বিরুদ্ধে। শুধু তাই নয়, গাড়ির চালককে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। এই ঘটনায় মধ্যপ্রদেশের সিওনি জেলার মহকুমা পুলিশ আধিকারিক (এসডিওপি)-সহ ১০ জনকে সাসপেন্ড (নিলম্বিত) করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িতে চাপিয়ে ওই টাকা পাঠাচ্ছিলেন এক ব্যবসায়ী। তিনি এবং গাড়ির চালক থানায় অভিযোগ করেন। তার পরেই জবলপুর পুলিশের ইনস্পেক্টর জেনারেল (আইজি) প্রমোদ বর্মা তদন্তের নির্দেশ দেন। তদন্ত শুরু করেন জবলপুরের অতিরিক্ত পুলিশ সুপার আয়ুশ গুপ্ত। তিনি বৃহস্পতিবার রাতে ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান করেন। এর পরেই মধ্যপ্রদেশ পুলিশের ডিজি (ডিরেক্টর জেনারেল) কৈলাস মাকওয়ানা এসডিওপি পূজা পাণ্ডে-সহ ১০ জন পুলিশকর্মীকে সাসপেন্ড করেন।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে সিলাদেহি জঙ্গলের রাস্তায় তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সে সময় থামানো হয় সেই গাড়িটি। সিওনির পুলিশ সুপার জানান, গাড়িটি থামিয়ে পুলিশকর্মীরা দেখেন তার ভিতরে রয়েছে বিপুল পরিমাণ নগদ। গাড়িটি মধ্যপ্রদেশের কাটনি থেকে মহারাষ্ট্রের জালনায় যাচ্ছিল। তল্লাশিকারী পুলিশ আধিকারিকেরা সেই নগদ বাজেয়াপ্ত করার বদলে চালককে মারধর করে তা লুট করে নেয়। বৃহস্পতিবার সকালে ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে বিষয়টি প্রকাশ্যে আসে। শুরু হয় তদন্ত।