বান্ধবীকে বিয়ে করবেন। কিন্তু পকেটে রেস্ত নেই। তাই অদ্ভুত এক উপায় বার করলেন ২২ বছরের যুবক। নিজের এক আত্মীয়ের বাড়িতেই চুরি করলেন। সেখান থেকে তিনি প্রায় প্রায় ৪১ ভরি গয়না, ৩ লক্ষ ৪৬ হাজার টাকা নগদ চুরি করেন বলে অভিযোগ। সেই গয়নার মূল্য ৪৩ লক্ষ টাকার আশপাশে। শেষ পর্যন্ত সেই আত্মীয়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন কর্নাটকের শ্রেয়স।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিশ নামে যে আত্মীয়ের বাড়িতে চুরি করেন শ্রেয়স, তাঁর দোকানেই তিনি কাজ করতেন। হরিশের বেঙ্গালুরুর বাড়িতে যে গয়না রাখা রয়েছে, তা জানতে পারেন অভিযুক্ত। সেই মতো পরিকল্পনা করেন। ১৫ সেপ্টেম্বর হরিশ বাড়িতে ছিলেন না। সে সময় বাড়িতে ঢুকে গয়না এবং টাকা হাতিয়ে পালিয়ে যান শ্রেয়স।
বেঙ্গালুরুর এক থানায় অভিযোগ দায়ের করেন হরিশ। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। স্থানীয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। তার পরেই সম্প্রতি গ্রেফতার করে শ্রেয়সকে। তাঁর থেকে গয়না এবং নগদও উদ্ধার করেছে পুলিশ।