প্রতিদিন অন্তত ৫০টি কুকুরকে খাওয়াবেন। সঙ্গে আবেদন করেছেন, এই সময় এদের সত্যিই সাহায্যের প্রয়োজন। তাই রোজ অন্তত একটি কুকুরকে খেতে দিন।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২০ ১২:৩৪
রাস্তার কুকুরদের খাওয়াচ্ছেন বিভা। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
করোনার জেরে গোটা দেশে লকডাউন চলছে। এই অবস্থায় মানুষ যেমন সমস্যায় পড়েছেন তেমন খেতে পাচ্ছে না রাস্তার কুকুররাও। অনেকেই আবেদন করছেন, সম্ভব হলে রাস্তার এই কুকুরদের খেতে দিন। যেমন আবেদন করলেন দিল্লির এই পশুপ্রেমী যুবতী। শুধু আবেদন করাও নয়, তিনি নিজে রোজ ৫০টি কুকুরকে খাওয়াচ্ছেন বলে জানিয়েছেন। ছবিও পোস্ট করেছেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে।
বিভা তোমর, পশুচিকিৎসার তৃতীয় বর্ষের ছাত্রী। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে বেশ কয়েকটি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, মুখোশ পরে রাস্তার কুকুরদের মাঝে, তাদের খাওয়াচ্ছেন। একাধিক পাত্রে করে খাবার রেখেছেন রাস্তায়, আর বেশ রয়েকটি কুকুর জড়ো হয়েছে সেখানে খাবার খেতে।
আবার এক ছবিতে দেখা যাচ্ছে একটি কুকুরে গলায় প্লাকার্ড ঝোলানো, তাতে লেখা, “আমরা করোনাভাইরাস ছড়াই না।” অর্থাৎ কুকুরদের মাধ্যমে করোনাভাইরাস সংক্রমিত হয় না বলে বার্তা দিতে চেয়েছেন বিভা।
২৪ মার্চের একটি পোস্টে বিভা লিখেছেন, ওই দিন তিনি ৫০টি কুকুরকে খাইয়েছেন। এর পর থেকে প্রতিদিন অন্তত ৫০টি কুকুরকে খাওয়াবেন। সঙ্গে আবেদন করেছেন, এই সময় এদের সত্যিই সাহায্যের প্রয়োজন। তাই রোজ অন্তত একটি কুকুরকে খেতে দিন। যদি ওদের কাছে যেতে না চান তাহলে বাইরে খাবার রেখে দিন, ওরা এসে খেয়ে যাবে।
A post shared by Vibha Tomar (@vibha_vetlove14) on
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের সঙ্গে। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা, তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি প্রকাশযোগ্য বলে বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
Best Value
এক বছরে
5,148
1,999
এক মাসে
429
169
Best Value
প্রতি বছরে
5,148
1,999
প্রতি মাসে
429
169
মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে
মেয়াদ শেষে আপনার সাবস্ক্রিপশন আপনাআপনি রিনিউ হয়ে যাবে