Advertisement
১৭ মে ২০২৪
Coronavirus in India

বঙ্গ-সহ ছয় রাজ্য নিয়ে উদ্বেগে কেন্দ্র

করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীদের এক নতুন ধরনের সংক্রমণ উদ্বেগ বাড়িয়েছে দিল্লির চিকিৎসকদের।

ছবি রয়টার্স।

ছবি রয়টার্স।

 সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২০ ০৪:১৭
Share: Save:

দেশে দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমলেও যে রাজ্যগুলির পরিস্থিতি কেন্দ্রকে উদ্বেগে রেখেছে তার অন্যতম পশ্চিমবঙ্গ। আজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যানে এই তথ্যই সামনে এসেছে।

বর্তমানে ছ’টি রাজ্যের কোভিড পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক বলে আজ করোনা নিয়ে সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে দাবি করেছে স্বাস্থ্য মন্ত্রক। গত এক সপ্তাহে গড় দৈনিক সংক্রমণের নিরিখে প্রথম স্থানে কেরল ও তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গ। ওই সময়ের মধ্যে গড় দৈনিক মৃত্যুর নিরিখেও তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র।

করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীদের এক নতুন ধরনের সংক্রমণ উদ্বেগ বাড়িয়েছে দিল্লির চিকিৎসকদের। কিছু দিন ধরে দেখা যাচ্ছে রাজধানীতে কয়েক জন কোভিড-জয়ী ছত্রাকজনিত সংক্রমণের (ফাংগাল ইনফেকশন) শিকার হচ্ছেন। দিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, গত ১৫ দিনে এই ধরনের সংক্রমণের কারণে ১৩ জন ভর্তি হয়েছেন। মারা গিয়েছেন পাঁচ জন। চিকিৎসকেরা জানিয়েছেন, এই সংক্রমণের ফলে আক্রান্তদের দীর্ঘ সময় আইসিইউয়ে থাকতে হচ্ছে। সংক্রমণে প্রভাবে দৃষ্টিশক্তি হারানো, চোয়ালের হাড় পর্যন্ত পাল্টানোর আশঙ্কা থেকে যাচ্ছে। একই ধরনের সংক্রমণের খবর পাওয়া গিয়েছে গুজরাতের আমদাবাদ থেকেও।

গড় দৈনিক সংক্রমণ

(৯ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর)

প্রথম পাঁচ

• কেরল ৪৬২৪

• মহারাষ্ট্র ৪০০৩

• পশ্চিমবঙ্গ ২৬৫৩

• দিল্লি ২১২৯

• রাজস্থান ১৪৩২

গড় দৈনিক মৃত্যু

(৯ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর)

প্রথম পাঁচ

• মহারাষ্ট্র ৭০

• দিল্লি ৫২

• পশ্চিমবঙ্গ ৪৭

• কেরল ৩০

• পঞ্জাব ২৪

সূত্র: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক

যদিও দেশের সামগ্রিক করোনা-চিত্র কিছুটা হলেও স্বস্তিদায়ক। গত ২৪ ঘণ্টায় করোনা-আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৬৫ জন। ৭ জুলাইয়ের পরে দৈনিক সংক্রমণের হিসেবে এটাই সর্বনিম্ন। আজ সাংবাদিক বৈঠকে নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ভি কে পল বলেন, ‘‘দৈনিক সংক্রমণ কমছে ও প্রতিদিনের মৃত্যুর সংখ্যাও ৪০০-র নীচে। গত জুলাইয়ে এই রকম অবস্থা ছিল। কিন্তু মনে রাখতে হবে, যে কোনও সময় অপ্রত্যাশিত ভাবে পরিস্থিতি পাল্টাতে পারে। তাই শিথিলতার কোনও জায়গা নেই।’’

করোনা ছড়ানোয় গত কালই আইআইটি মাদ্রাজ-এ আপাতত লকডাউন ঘোষণা করা হয়েছে। আজও ৭৯ জন পড়ুয়া ও শিক্ষাকর্মীর করোনা রিপোর্ট পজ়িটিভ হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus in India COVID-19 Coronavirus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE