Advertisement
২৭ এপ্রিল ২০২৪
corona virus

মৃদু সংক্রমণে হোম আইসোলেশন সম্ভব, জানাল কেন্দ্রীয় সরকার

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক স্বল্প মাত্রার সংক্রমিত কোভিড রোগীকেও বাড়িতে থাকার অনুমতি দিল। পরে রাজ্য সরকারও একই মর্মে বিবৃতি জারি করে।

এ বার বাড়িতে রেখে চিকিৎসা করা যাবে করোনা আক্রান্তেরও—ছবি: শাটারস্টক

এ বার বাড়িতে রেখে চিকিৎসা করা যাবে করোনা আক্রান্তেরও—ছবি: শাটারস্টক

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২০ ১৫:৩৫
Share: Save:

শুধু সংস্পর্শে আসা ব্যক্তি নয়, করোনাভাইরাসের মৃদু উপসর্গ থাকলে এ বার বাড়িতে রেখে চিকিৎসা করা যাবে করোনা আক্রান্তেরও। সে ক্ষেত্রে হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই। মঙ্গলবার এমনটাই ঘোষণা করল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। সেই নির্দেশিকার ভিত্তিতে মঙ্গলবার নতুন বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য স্বাস্থ্য দফতরও।

ওই নির্দেশিকায় বলা হয়েছে, চিকিৎসক যদি মনে করেন যে রোগীর সংক্রমণের মাত্রা কম অথবা করোনার উপসর্গ রয়েছে, সে ক্ষেত্রে তাঁর পরামর্শ মতো কোনও ব্যক্তি বাড়িতে প্রয়োজনীয় নিয়ম মেনে আইসোলেশনে থাকতে পারেন। সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন করোনা আক্রাম্তের সংস্পর্শে থাকা ব্যক্তিরা বাড়িতে আইসোলেশনে থাকতে পারবেন। সরকারি কোয়রান্টিন সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই। তবে রাজ্যের নির্দেশিকায় বলা হয়েছিল, কোভিড আক্রাম্ত হলে অবশ্যই হাসপাতালে ভর্তি হতে হবে। এ দিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আরও এক ধাপ এগিয়ে স্বল্প মাত্রার সংক্রমিত কোভিড রোগীকেও বাড়িতে থাকার অনুমতি দিল। পরে রাজ্য সরকারও একই মর্মে বিবৃতি জারি করে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

আরও পড়ুন: অধিকাংশ জায়গায় ৩ মে-র পরেও লকডাউন চলবে, জানালেন মোদী

গ্রাফিক: শৌভিক দেবনাথ

বাড়িতে থেকে চিকিৎসা করাতে গেলে এই মর্মে মুচলেকা দিতে হবে কোভিড-আক্রান্তকে।

আরও পড়ুন: কী ভাবে পাল্টাচ্ছে করোনাভাইরাস, চেনাচ্ছেন দুই বাঙালি

কেন্দ্রীয় সরকারের ওই বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়েছে কোন কোন ক্ষেত্রে চিকিৎসককে খবর দিতে হবে।

নির্দেশিকা অনুসারে রোগীকে পর্যবেক্ষণের দায়িত্বে থাকা চিকিৎসক যদি দেখেন যে, তাঁর শরীরে রোগের কোনও চিহ্ন নেই এবং পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করে যদি ফল নেগেটিভ হয়, তবেই ওই ব্যক্তির বাড়িতে আইসোলেশন শেষ হবে।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE