বাজারে আসার তিন থেকে চার সপ্তাহের মধ্যে সমস্ত দিল্লিবাসীকে কোভিড টিকা দেবে আপ সরকার। এমনটাই প্রতিশ্রুতি দিলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন।
শনিবার সত্যেন্দ্র বলেন, “দিল্লিতে করোনার প্রতিষেধক এলেই পলিক্লিনিকের মতো স্বাস্থ্যকেন্দ্রগুলির সাহায্য সমস্ত দিল্লিবাসীকে তিন থেকে চার সপ্তাহের মধ্যে টিকা দেওয়া হবে।”
দেশে কোভিড টিকা প্রস্তুতির অগ্রগতি তথা সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার সকাল থেকে আমদাবাদ, হায়দরাবাদ এবং পুণের তিনটি টিকা প্রস্তুতকারী কেন্দ্রে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনাচক্রে, মোদীর পরিদর্শনের মাঝেই এই ঘোষণা করেছেন দিল্লির অরবিন্দ কেজরীবাল সরকারের মন্ত্রী।