Advertisement
১৬ জুন ২০২৪
Supreme Court

করোনা নিশ্চিত না-হলেও দেহ পাবে পরিবার

অভিযোগ উঠেছে, মৃত্যুর কারণ জানা যায়নি, এই যুক্তিতে দেহ আটকে রাখছে হাসপাতালগুলি।

করোনায় মৃতদের সৎকারে অব্যবস্থার অভিযোগ নিয়ে সম্প্রতি দিল্লি সরকারকে ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট। ছবি: পিটিআই।

করোনায় মৃতদের সৎকারে অব্যবস্থার অভিযোগ নিয়ে সম্প্রতি দিল্লি সরকারকে ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট। ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ জুন ২০২০ ০৪:৪২
Share: Save:

যে রোগীদের মৃত্যুর কারণ কোভিড-১৯ বলে সন্দেহ করা হচ্ছে কিংবা যাঁদের মৃত্যুর সময়ে কোভিড পরীক্ষার ফল জানা যায়নি, তাঁদের দেহ অবিলম্বে পরিবারকে দিতে হবে বলে হাসপাতালগুলিকে নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তবে স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ মেনেই মৃতদের সৎকার করতে হবে।

কাজেই মনে করা হচ্ছে, ‘পরিবারের হাতে দেহ তুলে দেওয়া’ বলতে বোঝানো হয়েছে, পরিবারের সদস্যেরা কেন্দ্রের প্রোটোকল মেনে প্রিয়জনকে বিদায় জানাতে পারবেন। করোনায় মৃতদের সৎকারের ক্ষেত্রে এই কড়াকড়ি অনেকটাই বেশি। অনেক ক্ষেত্রে শেষ দেখাও হচ্ছে না।

করোনায় মৃতদের সৎকারে অব্যবস্থার অভিযোগ নিয়ে সম্প্রতি দিল্লি সরকারকে ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট। পাশাপাশি অভিযোগ উঠেছে, মৃত্যুর কারণ জানা যায়নি, এই যুক্তিতে দেহ আটকে রাখছে হাসপাতালগুলি। যত ক্ষণ না মৃতের কোভিড পরীক্ষার ফল আসছে, তত দিন দেহের অপেক্ষায় বসে থাকতে হচ্ছে পরিবারকে। এই সমস্যা দূর করতেই আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক টুইট করে ওই নির্দেশ দেয়।

আরও পড়ুন: দেশে নভেম্বরে শীর্ষে যাবে সংক্রমণ, বলছে সমীক্ষা

আরও পড়ুন: ফের লকডাউনের জল্পনা ওড়াল কেন্দ্র, সংক্রমিত এলাকায় কঠোর বিধিই ভরসা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Supreme Court Coronavirus Coronavirus in India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE