Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Coronavirus

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০০ কোটি দিল মুকেশের সংস্থা, সাহায্য গুজরাত-মহারাষ্ট্রকেও

শনিবারই প্রধানমন্ত্রীর তহবিলে ৫০০ কোটি টাকা দানের ঘোষণা করেছে টাটা গোষ্ঠীও। 

মুকেশ ও নীতা অম্বানী। —ফাইল চিত্র

মুকেশ ও নীতা অম্বানী। —ফাইল চিত্র

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ৩০ মার্চ ২০২০ ২১:২৩
Share: Save:

টাটাদের পর এ বার অম্বানী। করোনাভাইরাস রুখতে বিপুল আর্থিক সাহায্য নিয়ে এগিয়ে এল দেশের তথা এশিয়ার সবচেয়ে ধনী পরিবার। প্রধানমন্ত্রীর ‘পিএমকেয়ার্স’ ফান্ডে ৫০০ কোটি টাকা দিল মুকেশ অম্বানীর সংস্থা রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (রিল) এবং রিলায়্যান্স ফাউন্ডেশন। তার সঙ্গে মহারাষ্ট্র ও গুজরাত সরকারকেও ৫ কোটি টাকা করে দেওয়ার ঘোষণাও করা হয়েছে সংস্থার তরফে। এ ছাড়াও ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী, মাস্ক ও অন্যান্য সরঞ্জাম দিয়ে এবং সংস্থার গ্রাহকদের নানা পরিষেবার মাধ্যমে করোনা-যুদ্ধে রিল শামিল হয়েছে বলে সোমবার একটি বিবৃতিতে জানিয়েছে সংস্থা।

ওই বিবৃতিতেই সংস্থার চেয়ারম্যান ও ডিরেক্টর মুকেশ আম্বানি বলেছেন, ‘‘আমরা আত্মবিশ্বাসী যে করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে আমরা দেরিতে নয়, আগেই জিতব। এই সঙ্কটের সময় গোটা রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ পরিবার দেশবাসীর সঙ্গে আছে এবং কোভিড-১৯ এর বিরুদ্ধে যুদ্ধে জিততে সব রকম প্রচেষ্টা চালাবে।’’

অন্য দিকে রিলায়্যান্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন তথা মুকেশ অম্বানীর স্ত্রী নীতা অম্বানি বলেছেন, ‘‘কোভিড-১৯ এর বিরুদ্ধে দেশবাসী এক হয়ে লড়াই করছে। রিলায়্যান্স ফাউন্ডেশনের আমরা সবাই দেশবাসীর সঙ্গে আছি। বিশেষ করে যাঁরা সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন, তাঁদের প্রতি আমাদের সম্পূর্ণ সমর্থন রয়েছে। আমাদের চিকিৎসক ও কর্মীরা দেশের প্রথম করোনা হাসপাতাল তৈরি করেছে। স্ক্রিনিং, টেস্ট, প্রতিরোধ এবং চিকিৎসায় তাঁরা সরকারকে সব রকম সাহায্য করবেন।’’ নীতা আরও বলেছেন, ‘‘এই সময় সবচেয়ে বেশি দরকার গরিব, দিনমজুরদের পাশে দাঁড়ানো। আমাদের খাদ্য-বিলি কর্মসূচিতে দেশের লক্ষ লক্ষ মানুষকে খাওয়াচ্ছি আমরা।’’

আরও পড়ুন: ‘গোষ্ঠী’ নয়, ‘স্থানীয়’ সংক্রমণের স্তরে ভারত, লকডাউনের সুফল মিলছে দাবি স্বাস্থ্যমন্ত্রকের

করোনাভাইরাসের মোকাবিলায় অর্থভাণ্ডার গড়ে তুলতে ‘পিএমকেয়ার্স’ নামে একটি ফান্ড চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই তহবিলে যে কেউ অর্থসাহায্য করতে পারেন। ওই তহবিল গঠনের পর থেকেই তাতে সাহায্য করছেন সমাজের সব শ্রেণির মানুষ। বলিউড তারকা থেকে শুরু করে রাজনীতিবিদ, খেলোয়াড়, ব্যবসায়ী অনেকেই ওই তহবিলে অর্থ জমা করছেন। সেই তালিকায় এ বার নাম লেখাল মুকেশ অম্বানীর সংস্থা রিল। এর আগে শনিবারই প্রধানমন্ত্রীর তহবিলে ৫০০ কোটি টাকা দানের ঘোষণা করেছে টাটা গোষ্ঠীও।

আরও পড়ুন: দিল্লির মসজিদে জমায়েত, কোয়রান্টিনে পাঠানো হল ২০০০ জনকে

সংস্থার বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘দেশবাসী যে করোনার বিরুদ্ধে লড়াই করছে, তাতে সাহায্য করতে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ‘পিএমকেয়ার্স’ ফান্ডে ৫০০ কোটি অনুদানের ঘোষণা করছে সংস্থা। মহারাষ্ট্র এ এবং গুজরাত রাজ্য সরকারের তহবিলেও ৫ কোটি টাকা করে দেবে সংস্থা।’’ সেখানে আরও বলা হয়েছে, ‘‘কোভিড-১৯ যে অভূতপূর্ব চ্যালেঞ্জ নিয়ে এসেছে, তা প্রতিরোধ করতে ২৪ ঘণ্টা কাজ করছে।’’

কেন্দ্র ও দুই রাজ্য সরকারের তহবিলে এই বিপুল অনুদান ছাড়াও আরও কী ভাবে সাহায্য করবে সংস্থা, তা-ও জানানো হয়েছে। ১০০ বেডের একটি কোভিড-১৯ হাসপাতাল তৈরি করেছে সংস্থা। এ ছাড়া ১ লক্ষ স্বাস্থ্যকর্মীকে মাস্ক বিলি, কয়েক হাজার সুরক্ষা পোশাক, জরুরি পরিষেবার জন্য বিনামূল্যে গাড়ির তেল, জিওর গ্রাহকদের ডেটার সুবিধাও দিয়েছে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE