Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Coronavirus in India

দিল্লিতে আশার আলো দেখাচ্ছে প্লাজমা থেরাপি, প্রয়োগ চলবে, জানালেন কেজরী

করোনা থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির রক্ত থেকে প্লাজমা নিয়ে অন্য কোভিড-১৯ আক্রান্তকে দেওয়াকেই প্লাজমা থেরাপি বলে।

আশা জাগাচ্ছে প্লাজমা থেরাপি। —ফাইল চিত্র।

আশা জাগাচ্ছে প্লাজমা থেরাপি। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০১ মে ২০২০ ১৫:১৯
Share: Save:

নোভেল করোনাভাইরাসের ওষুধ এবং প্রতিষেধক বার করা নিয়ে গবেষণা চলছে বিশ্ব জুড়ে। তার মধ্যেই প্লাজমা থেরাপির মাধ্যমে দিল্লিতে সেরে উঠলেন কোভিড-১৯ আক্রান্ত এক ব্যক্তি। লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালি চিকিৎসাধীন ছিলেন তিনি। সুস্থ হয়ে বৃহস্পতিবার বাড়ি ফিরেছেন। তাতেই আশার আলো দেখছে দিল্লি সরকার। করোনা রোগীদের উপর পরীক্ষামূলক ভাবে প্লাজমা থেরাপি চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।

শুক্রবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে রাজধানীতে সাংবাদিক বৈঠক করেন কেজরীবাল। সেখানে তিনি জানান, লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে এই প্রথম প্লাজমা থেরাপিতে সুস্থ হয়ে উঠলেন এক রোগী। করোনার বিরুদ্ধে লড়াইয়ে এটা ইতিবাচক এবং উৎসাহদায়ক ইঙ্গিত। এখনও প্লাজমা থেরাপির পরীক্ষামূলক প্রয়োগ চলছে।’’

কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন যে সমস্ত মানুষ, তাঁদের শরীরে এই রোগের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়েছে। তাঁদের রক্ত থেকে প্লাজমা নিয়ে অন্য কোভিড-১৯ আক্রান্তকে দেওয়া হয়েছে, সেই রোগী দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন। এই পদ্ধতিকেই প্লাজমা থেরাপি বলা হয়। দিল্লিতে সুস্থ হয়ে ওঠা ১১০০ জনের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হচ্ছে এবং তাঁদের মধ্যে অধিকাংশই প্লাজমা দিতে রাজি বলেও এ দিন জানান কেজরীবাল। তিনি বলেন, ‘‘প্লাজমা থেরাপিতে এখনও পর্যন্ত ভাল ফলই পাচ্ছি। সুস্থ হয়ে ওঠা ১১০০ জনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তাঁদের মধ্যে অধিকাংশই প্লাজমা দিতে প্রস্তুত।’’

আরও পড়ুন: কেন্দ্রের সংশোধিত তালিকায় রাজ্যের আরও ছয় জেলা রেড জোনে​

আরও পড়ুন: করোনার প্রকোপে এপ্রিলে একটিও গাড়ি বিকোয়নি মারুতির​

এই মুহূর্তে দেশের যে ক’টি হাসপাতালকে প্লাজমা থেরাপির পরীক্ষামূলক অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার, লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ তার মধ্যে অন্যতম। তবে ব্যাপক হারে তা প্রয়োগের অনুমতি মেলেনি এখনও পর্যন্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE