Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Coronavirus in India

একমাত্র উপায় সার্বিক টিকাকরণ, ভারতের করোনা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক, মন্তব্য হু-র

হু-র মতে, যে ভাবে হাসপাতালে রোগীর ভিড় বেড়ে চলেছে, তা চিন্তার বিষয়। দুঃসময়ে ভারতের পাশে থাকার জন্য অন্য দেশগুলিকে ধন্যবাদ জানিয়েছে হু।

ভারতের পরিস্থিতি নিয়ে উদ্বেগ।

ভারতের পরিস্থিতি নিয়ে উদ্বেগ। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
রাষ্ট্রপুঞ্জ শেষ আপডেট: ১৫ মে ২০২১ ০৯:৪৬
Share: Save:

ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। বিশেষ করে দেশের হাসপাতালগুলিতে যে ভাবে কোভিড রোগীদের ভিড় বেড়ে চলেছে, তা অত্যন্ত দুশ্চিন্তার বিষয় বলে জানিয়েছে তারা। টিকা নিয়ে অনিশ্চয়তা এবং সংক্রমণ বৃদ্ধির মধ্যেই যা নতুন করে চিন্তা বৃদ্ধি করল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

শুক্রবার গোটা বিশ্বের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিশেষ সাংবাদিক বৈঠক করেন হু প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস। সেখানে ভারতের পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তিনি। টেড্রস বলেন, ‘‘ভারতের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। বিভিন্ন রাজ্যে যে ভাবে সংক্রমণ এবং মৃত্যু বেড়ে চলেছে এবং হাসপাতালগুলিতে যে ভাবে ভিড় বাড়ছে তা সত্যিই দুশ্চিন্তার বিষয়।’’

গত বছর করোনার প্রথম ঢেউয়ের ধাক্কা সামাল দিতেও হিমশিম খেয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু সে বার ক্ষয়ক্ষতি এমন বিরাট আকার ধারণ করেনি। এ বার ওষুধ, অক্সিজেন এবং ভেন্টিলেটরের জন্য অন্য দেশ থেকে সাহায্য নিতে হচ্ছে ভারতকে। বিপদে ভারতের পাশে থাকার জন্য সেই দেশগুলিকে ধন্যবাদ জানিয়েছেন টেড্রস। তিনি বলেন, ‘‘এই দুঃসময়ে যাঁরা ভারতের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের সকলকে ধন্যবাদ।’’

দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ভারতে মোট সংক্রমণ প্রায় আড়াই কোটির আশেপাশে। এই মুহূর্তে দৈনিক সংক্রমণ ঘোরা ফেরা করছে সাড়ে ৩ লক্ষের আশেপাশে। কিন্তু জোগানের অভাবে ব্যাহত হচ্ছে সার্বিক টিকাকরণ। সে প্রসঙ্গে হু-র মত, সার্বিক টিকাকরণই অতিমারি থেকে বেরিয়ে আসার একমাত্র রাস্তা। তাই টিকার জোগান বাড়াতেই হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE