করোনাভাইরাস পরবর্তী পরিস্থিতিতে চিনের উহানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে বিমান পাঠাচ্ছে ভারত। আজ, শুক্রবারই চিনের উহান শহরে পৌঁছবে ওই বিমান।
সূত্রের খবর, হুবেই প্রদেশে মোট ১২০০ ভারতীয় বাস করেন। তার মধ্যে ৬০০ জনের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে এখনও পর্যন্ত। তার মধ্যে উহান শহরে ৩২৫ জনের বেশি ভারতীয় বর্তমানে আটকে রয়েছেন। এই ৩২৫ জনের সকলের সঙ্গেই যোগাযোগ করে দেশের ফেরত আনার কথা জানানো হয়েছে। সেই মতো তাঁরা প্রত্যেকেই উহানে অপেক্ষা করছেন।
ভারতীয় বোয়িং ৭৪৭ বিমান এ দিন মুম্বই থেকে রওনা দেবে। সেখান থেকে ঘণ্টা খানেকের জন্য দিল্লিতে নামবে। দিল্লি থেকে চিনের উহান শহরের দূরত্ব বিমানে ছয় ঘণ্টা। বেলা সাড়ে ১২টা নাগাদ রওনা দেওয়ার কথা বিমানটির। দিল্লি থেকে ওই বিমানে চিকিৎসার যাবতীয় সরঞ্জাম নেওয়া হবে। সঙ্গে যাবেন পাঁচ জন চিকিৎসক।