Advertisement
E-Paper

COVID in India: দৈনিক সংক্রমণ থাকল ৪০ হাজারের নীচে, পর পর তিন দিন ৬০০-র নীচে দৈনিক মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৭৯ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১০ লক্ষ ৬৪ হাজার ৯০৮।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২১ ০৯:৫৪
দেশের কোভিড পরিসংখ্যান।

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক—শৌভিক দেবনাথ।

দেশের দৈনিক সংক্রমণ শনিবার ৪০ হাজারের নীচেই থাকল। গত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৭৯ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১০ লক্ষ ৬৪ হাজার ৯০৮। দৈনিক মৃত্যু গত ৩ দিন ধরেই ৬০০-র নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় ৫৬০ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে দেশে। গোটা অতিমারি পর্বে করোনাভাইরাস প্রাণ কেড়েছে ৪ লক্ষ ১৩ হাজার ৯১ জনের।

মহারাষ্ট্র এবং কেরলে দৈনিক মৃত্যু হচ্ছে ১৫০-র আশপাশে। বাকি সব রাজ্যেই তা ৫০-এর নীচে নেমেছে। দৈনিক সংক্রমণও এই রাজ্যেই সবচেয়ে বেশি। কেরলে তা সাড়ে ১৩ হাজারের, মহারাষ্ট্রে সাড়ে ৭ হাজারের বেশি। উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যগুলিতেও সংক্রমণ পরিস্থিতি উল্লেখযোগ্য।

তবে গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৬ হাজারের বেশি। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৪ লক্ষ ২৪ হাজার ২৫ জন।

coronavirus Coronavirus in India COVID-19 Deaths
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy