Advertisement
২১ মে ২০২৪
Coronavirus in India

COVID in India: ২৫ হাজারের ঘরেই থাকল দেশের দৈনিক সংক্রমণ, সক্রিয় রোগী কমল ১৪ হাজারের বেশি

সংক্রমণের মতো দেশের দৈনিক মৃত্যু নিয়ন্ত্রণেই রয়েছে। দু’দিন ধরেই তা ৪০০-র নীচে রয়েছে।

দেশের কোভিড পরিসংখ্যান।

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক- শৌভিক দেবনাথ।

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২১ ০৯:৫৪
Share: Save:

পর পর দু’দিন ২৫ হাজারের ঘরেই থাকল দেশের দৈনিক করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪৬৭ জন। সব মিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৪ লক্ষ ৭৪ হাজার ৭৭৩।

সংক্রমণের মতো দেশের দৈনিক মৃত্যু নিয়ন্ত্রণেই রয়েছে। দু’দিন ধরেই তা ৪০০-র নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৫৪ জনের। গোটা অতিমারি পর্বে মোট প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৩৫ হাজার ১১০ জন।

সংক্রমণ কম হওয়ায় উল্লেখযোগ্য সংখ্যায় কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে ১৪ হাজার ৩৭৩ জন। দেশে এখন সক্রিয় রোগী রয়েছে ৩ লক্ষ ১৯ হাজার ৫৫১ জন।

দেশের মধ্যে সবথেকে বেশি দৈনিক সংক্রমণ হচ্ছে কেরলে। গত সপ্তাহের তুলনায় কিছুটা কমলেও গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৩৮৩ জন। এর পর ক্রমান্বয়ে রয়েছে মহারাষ্ট্র (৩,৬৪৩), তামিলনাড়ু (১,৬০৪), কর্নাটক (১,১৫১), অন্ধ্রপ্রদেশ (১,০০২)। বাকি সব রাজ্যে দৈনিক সংক্রমণ এক হাজারের নীচে রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE