Advertisement
১১ মে ২০২৪
Coronavirus in India

COVID in India: এক লাফে ৪৭ শতাংশ বাড়ল দেশের দৈনিক সংক্রমণ, ৫৪ শতাংশ বেড়ে মৃত্যুও প্রায় সাড়ে ছ’শো

প্রায় ৪ মাস পর মঙ্গলবার ৩০ হাজারের নীচে নেমেছিল দেশের দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা। বুধবার তা সাড়ে ৪৩ হাজার ছাড়িয়েছে।

দেশের কোভিড পরিসংখ্যান।

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক— শৌভিক দেবনাথ।

নিজস্ব প্রতিবেদন
নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ০৯:৫৭
Share: Save:

এক লাফে অনেকটা বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ। প্রায় ৪ মাস পর মঙ্গলবার ৩০ হাজারের নীচে নেমেছিল দৈনিক আক্রান্ত। বুধবার তা সাড়ে ৪৩ হাজার ছাড়িয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৬৫৪ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১৪ লক্ষ ৮৪ হাজার ৬০৫ জন।

দেশের দৈনিক সংক্রমণের অর্ধেকই হয়েছে কেরলে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ১২৯ জন। মহারাষ্ট্রে তা সাড়ে ৬ হাজারের কম। তামিলনাড়ু (১৭৬৭), অন্ধ্রপ্রদেশ (১৫৪০), কর্নাটকে (১৫০১) আগের তুলনায় নিয়ন্ত্রণে রয়েছে সংক্রমণ। তবে উত্তর-পূর্ব ভারতের অধিকাংশ রাজ্যের সংক্রমণ পরিস্থিতি এখনও লাগামছাড়া।

সংক্রমণের পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৬৪০ জনের। গোটা অতিমারি পর্বে এখনও অবধি প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ২২ হাজার ২২ জন। কেরলে রোজই ১৫০ আশপাশে থাকে দৈনিক মৃত্যু। তবে গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে মৃত্যু ২৫০ ছাড়িয়েছে। ওড়িশায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬০ জনের। বাকি সব রাজ্যেই দৈনিক মৃত্যু ৫০-এর নীচে।

সংক্রমণ বাড়ায় দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে গত ২৪ ঘণ্টায়। বাড়লেও তা ৪ লক্ষের নীচে রয়েছে। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৯৯ হাজার ৪৩৬ জন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

coronavirus Coronavirus in India COVID-19 Deaths
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE