Advertisement
২৪ এপ্রিল ২০২৪
coronavirus

COVID in India: দেশের দৈনিক আক্রান্ত ৪০ হাজারের উপরেই, পাঁচ দিন পর মৃত্যু নামল ৫০০-র নীচে

গোটা অতিমারি পর্বে দেশে করোনাভাইরাস মোট প্রাণ কেড়েছে ৪ লক্ষ ২৪ হাজার ৭৭৩ জনের।

দেশের কোভিড পরিসংখ্যান।

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক— শৌভিক দেবনাথ।

নিজস্ব প্রতিবেদন
নয়াদিল্লি শেষ আপডেট: ০২ অগস্ট ২০২১ ০৯:৪২
Share: Save:

দেশের দৈনিক কোভিড সংক্রমণ গত ছ’দিন ধরেই ৪০ হাজার বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ১৩৪ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১৬ লক্ষ ৯৫ হাজার ৯৫৮।

পাঁচ দিন পর দেশের দৈনিক মৃতের সংখ্যা ৫০০-র নীচে নামল। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪২২ জনের। গোটা অতিমারি পর্বে দেশে করোনাভাইরাস মোট প্রাণ কেড়েছে ৪ লক্ষ ২৪ হাজার ৭৭৩ জনের।

দৈনিক সংক্রমণ ৪০ হাজারের বেশি থাকায় গত কয়েক দিন ধরেই বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা বেড়েছে ২ হাজার ৭৬৬। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৪ লক্ষ ১৩ হাজার ৭১৮ জন।

গত কয়েকদিন ধরেই কেরলে আক্রান্তের সংখ্যা ২০ হাজারের বেশি হচ্ছে। দেশের নতুন আক্রান্তের প্রায় অর্ধেকই হচ্ছে দক্ষিণের ওই রাজ্য থেকে। তালিকায় এর পর রয়েছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্ত ৬ হাজার ৪৭৯ জন। এর পর ক্রমান্বয়ে রয়েছে অন্ধ্রপ্রদেশ (২,২৮৭), তামিলনাড়ু (১,৯৯০), কর্নাটক (১,৮৭৫), ওড়িশা (১,৪৩৭)। বাকি সব রাজ্যে আক্রান্তের সংখ্যা এক হাজারের কম। তবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির সংক্রমণ পরিস্থিতি চিন্তা বাড়াচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

coronavirus Coronavirus in India COVID-19 Deaths
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE