বিয়ের প্রতিশ্রুতিতে সহবাসের অভিযোগ ধর্ষণের মামলা রুজু হয়েছিল তরুণের বিরুদ্ধে। তাঁকে কারাদণ্ডও দিয়েছিল আদালত। এ বার সেই দোষী সাব্যস্ত তরুণকে বিয়ে করতে চান নির্যাতিতা। বৃহস্পতিবার এক মামলায় সে কথা শুনে অভিযুক্তের শাস্তি স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এজলাসেই নির্যাতিতাকে ফুল দিয়ে প্রেম নিবেদনও করেছেন অভিযুক্ত। বিচারপতিরাই তাঁদের বলেছিলেন, এমনটা করার জন্য। সেই মতো এজলাসে নির্যাতিতার হাতে ফুল তুলে দেন অভিযুক্ত।
আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট ‘বার অ্যান্ড বেঞ্চ’ অনুসারে, শীর্ষ আদালতের বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার এজলাসে মামলাটি চলছিল। আদালতের মধ্যাহ্নভোজের বিরতির সময়ে বিচারপতিরা চেম্বারে দু’পক্ষের সঙ্গে কথা বলেন। সেখানে অভিযুক্ত এবং নির্যাতিতা উভয়েই জানান, তাঁরা একে অন্যকে বিয়ে করতে চান। পরে মধ্যাহ্নভোজের বিরতির পর এজলাস বসলে সে কথা জানান বিচারপতিরা। নির্যাতিতাকে ফুল দিয়ে প্রেম নিবেদন করার জন্য অভিযুক্তকে প্রস্তাব দেন তাঁরা। সুপ্রিম কোর্ট জানিয়েছে, “অভিযুক্ত এবং নির্যাতিতা বিয়ে করতে চান। বিয়ের বিষয়টি তাঁদের অভিভাবকেরা স্থির করবেন। আমরা আশা করব যত তাড়াতাড়ি সম্ভব তাঁদের বিয়ে হয়ে যাবে।” শীর্ষ আদালত আরও জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে অভিযুক্তের শাস্তি স্থগিত রাখা হচ্ছে। অভিযুক্তকে জামিনে মুক্তি দেওয়ার জন্য নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ২৫ জুলাই পর্যন্ত মামলাটি মুলতুবি রেখেছে আদালত।
আরও পড়ুন:
মামলার সূত্রপাত ২০২১ সালে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ওই তরুণকে গ্রেফতার করেছিল পুলিশ। ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নির্যাতিতার সঙ্গে সহবাসের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর মধ্যপ্রদেশ হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিযুক্ত। শাস্তি স্থগিতের আর্জি জানিয়েছিলেন তিনি। তবে সেই আর্জি খারিজ করে দিয়েছিল হাই কোর্ট। পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি।