ভোর রাতে বাড়িতে ঢুকে এক দম্পতিকে লুঠ করল তিন দুষ্কৃতী। রবিবার ভোর রাতের ঘটনা। তাঁদের মাথায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাই করা হয়েছে বলে পুলিশে অভিযোগ জানিয়েছে ওই দম্পতি। সিসিটিভি ফুটেজেও সেটা ধরা পড়েছে। উত্তর দিল্লির ঘটনা।
রবিবার ভোর রাতে উত্তর দিল্লির ওই দম্পতি তাঁদের দুই সন্তানকে নিয়ে বাড়ি ফেরেন। বাড়ির পার্কিংয়ে গাড়িটা নিয়ে ঢোকার পর বরুণ বহেল নামে ওই ব্যক্তি গাড়ি থেকে নেমে গ্যারাজের দরজা বন্ধ করতে যান। তাঁর অভিযোগ, তখনই মুখ ঢাকা তিন ব্যক্তি তাঁর মাথায় আগ্নেয়াস্ত্র ধরে ভিতরে ঢুকে পড়ে। গাড়ির সামনের আসনে তখন তাঁর স্ত্রী এক সন্তানকে নিয়ে বসে ছিলেন। আর পিছনের আসনে তাঁদের বড় ছেলে।
ওই ব্যক্তি পুলিশকে জানিয়েছেন, ওই তিন দুষ্কৃতী গাড়িতে এবং তাঁদের কাছে থাকা সমস্ত মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
আরও পড়ুন: সাড়ে ১৪ হাজার কোটির ব্যাঙ্ক দুর্নীতিতে ইডি-র জেরার মুখে অভিনেতা ডিনো মোরিয়া
#WATCH Delhi: Family robbed at gunpoint by three masked miscreants at the parking of their residence in Model Town area around 3 am today. pic.twitter.com/KLFWbkMVpZ
— ANI (@ANI) July 1, 2019
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।