Advertisement
১৮ মে ২০২৪
Daily Covid Bulletin

India Covid Bulletin: দেশে সামান্য কমল আক্রান্তের সংখ্যা, করোনা সুস্থতার হার প্রায় ৯৯ শতাংশ

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করোনা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ হাজার ৯২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

দেশে কিছুটা কমল করোনা সংক্রমণ।

দেশে কিছুটা কমল করোনা সংক্রমণ। প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়া দিল্লি শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২২ ১১:০০
Share: Save:

গত দিনের চেয়ে বৃহস্পতিবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা সামান্য কমল। শুক্রবার সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করোনা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ হাজার ৯২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার করোনা আক্রান্ত হন ৩০ হাজার ৭৫৭ জন। সব মিলিয়ে দেশে কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ২৭ লক্ষ ৮০ হাজার ২৩৫ জন। কেন্দ্রের তথ্য জানাচ্ছে, দেশে করোনা থেকে সুস্থতার হার এখন ৯৮.১২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৬৬ হাজার ২৫৪ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে মৃত্যু হয়েছে ৫৯২ জনের। যা গত দিনের চেয়ে বেশি। বুধবার এই সংখ্যা ছিল ৫৪১।

অন্য দিকে করোনার নতুন রূপ নিয়ে শোরগোল পড়ছে বিশ্বে। তবে ভাইরোলজিস্টরা আশ্বস্ত করছেন, এই মুহূর্তে এ নিয়ে ভয়ের কোনও কারণ নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Daily Covid Bulletin corona Covid
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE