করোনার ‘তৃতীয় তরঙ্গ’-এ কম্পমান দিল্লি। বেগতিক দেখে রাজ্যে দ্বিতীয় দফার সংক্রমণ ছড়ানো রুখতে একাধিক নতুন বিধিনিষেধ জারি করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। তার মধ্যে রয়েছে রাত্রিকালীন কার্ফু -ও।
আগামী ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের সব ক'টি শহরে জারি থাকবে ওই রাত্রিকালীর কার্ফু । রাত ১০ থেকে ভোর ৫টা পর্যন্ত। এ ছাড়া হোটেল, রেস্তরাঁ এবং বিয়েবাড়ির অনুষ্ঠান রাত সাড়ে ৯টার মধ্যে মিটিয়ে ফেলার নির্দেশও দিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী।
পঞ্জাবে মাস্ক না পরার জরিমানা ছিল ৫০০ টাকা। তা দ্বিগুণ বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে। রাজ্যের বেসরকারি হাসপাতালগুলিকে শয্যা সংখ্যা বা়ড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। সেই সঙ্গে বলেছেন চিকিৎসক এবং নার্সের সংখ্যা বাড়াতেও।