সীমান্ত পরিস্থিতি নিয়ে লাগাতার কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে আসছেন তিনি। এ বার প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলে একবার ফের সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। তাঁর বক্তব্য, আগামী দিনে হার্ভার্ড বিজনেস স্কুলের ব্যর্থতা সংক্রান্ত গবেষণায় জায়গা করে নেবে কোভিড পরিস্থিতি, নোটবন্দি এবং পণ্য পরিষেবা করের (জিএসটি) বাস্তবায়ন।
মার্চের শেষ দিকে দেশ জুড়ে লকডাউন ঘোষণার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘‘মহাভারতের যুদ্ধ জিততে সময় লেগেছিল ১৮ দিন। করোনাভাইরাসের বিরুদ্ধে জিততে ২১ দিন সময় লাগবে।’’ তার পর তিন মাসের বেশি সময় কেটে গেলেও, করোনার হাত থেকে নিষ্কৃতি মেলেনি। বরং যত দিন যাচ্ছে, দেশে আক্রান্তের সংখ্যা ততই বেড়ে চলেছে। সেই সঙ্গে বেড়ে চলেছে করোনার জেরে মৃত্যুও। আক্রান্তের নিরিখে এই মুহূর্তে বিশ্বে তিন নম্বরে রয়েছে ভারত।
এমন পরিস্থিতিতে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণকে হাতিয়ার করে সোমবার তাঁকে আক্রমণ করেন রাহুল গাঁধী। ২১ দিনে করোনা জয়, থালা-বাসন বাজানো এবং প্রদীপ-মোমবাতি জ্বালানো নিয়ে প্রধানমন্ত্রী ভাষণের একটি ভিডিয়ো এ দিন টুইটারে পোস্ট করেন তিনি। তাতে দেখা যাচ্ছে, ২৪ মার্চ থেকে প্রধানমন্ত্রীর যত ভাষণ দিয়ে চলেছেন, ততই তরতর করে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে।