Advertisement
১১ মে ২০২৪

১৮ লক্ষ টাকা খরচ করে বিয়ে হল বলদ-গরুর!

আমন্ত্রিত অতিথি ৩০০ জন। বিয়ে দিতে তৈরি ছিলেন দুই পুরোহিত। নিয়মের কোনও নড়চড় হয়নি। ১৮ লক্ষ টাকা খরচ করে হিন্দুরীতি মেনে বিয়ে হল পুনম আর অর্জুনের। ৪ হাত থুরি ৮ হাত এক হল তাঁদের।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
গুজরাট শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৬ ১৩:১৩
Share: Save:

আমন্ত্রিত অতিথি ৩০০ জন। বিয়ে দিতে তৈরি ছিলেন দুই পুরোহিত। নিয়মের কোনও নড়চড় হয়নি। ১৮ লক্ষ টাকা খরচ করে হিন্দুরীতি মেনে বিয়ে হল পুনম আর অর্জুনের। ৪ হাত থুরি ৮ হাত এক হল তাঁদের।

এতে এত ভ্রু কুচকানোর কি আছে! মানুষে মানুষে বিয়ে করলে যদি ৪ হাত এক হয়, বলদ-গরুতে বিয়ে করলে ৮ হাতই তো এক হবে নাকি! গা ভর্তি সোনার গয়না আর লাল টকটকে বেনারসি শাড়ি পরে বিয়ের মণ্ডপে যিনি দাঁড়িয়ে ছিলেন, তিনি আসলে একজন গরু। নাম পুনম। আর হবু বর অর্জুন তাঁরই প্রতিবেশী।

আরও পড়ুন: পাঁচ হাজার লোক খাইয়ে এলাহি বিয়ে, শ্বশুর বাড়ি গেল কুকুর কনে

সম্প্রতি গুজরাটের এক প্রত্যন্ত গ্রামে এই বিয়ের অনুষ্ঠানটি হয়েছে। নিমন্ত্রিত অতিথিরা তো ছিলই, খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিয়ে দেখতে ভিড় করেন আশেপাশের গ্রামের মানুষেরাও।

আর বিয়ের মেনু? কি ছিল না তাতে! গুজরাতি স্পেশাল ডাল, ফুলওয়ারি, লাডভা আরও কত কিছু। অতিথিদের স্বাগত জানানোর জন্য প্রস্তুত ছিল ওয়েডিং অর্কেস্ট্রাও। আমন্ত্রিতদের তালিকায় ছিল প্রতিবেশীদের গরুও। আর বিয়ে শেষে পালকিতে চেপে পুনম রওনা দেয় শ্বশুর বাড়িতে। একটা ট্রাকের উপরে রাখা ছিল পালকিটা। শ্বশুর বাড়ি যাওয়ার সময় কনের চোখে জল না এলেও মালিকের চোখ কিন্তু ছলছল ছিলই।

পুনমের মালিক বিজয়ভাই বলেন, ‘’৩০ বছর ধরে গরু রয়েছে আমার বাড়িতে। গরু নিয়ে সচেতনতা বৃদ্ধি করতেই এই প্রয়াস।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

national news cow marriage 18lakh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE