প্রাতর্ভ্রমণে বেরিয়ে আততায়ীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন তেলঙ্গানার সিপিআই নেতা! মঙ্গলবার সকালে হায়দরাবাদের শালিবাহন পার্কের কাছে ঘটনাটি ঘটেছে। ওই নেতার মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। তবে এখনও পর্যন্ত আততায়ীদের খোঁজ মেলেনি।
নিহত নেতার নাম চন্দু রাঠৌর ওরফে চন্দু নায়ক (৪৭)। মঙ্গলবার সকাল সাড়ে ৭টা নাগাদ মালাকপেটের শালিবাহন নগর পার্কে হাঁটতে বেরিয়েছিলেন চন্দু। আচমকা গাড়িতে চেপে কয়েক জন আততায়ী এসে তাঁকে গুলি করে চম্পট দেন। সে সময় পার্কে আরও ২০-২৫ জন ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, আততায়ীরা একটি সাদা রঙের মারুতি সুইফ্ট গাড়িতে চেপে এসেছিলেন। চন্দুর কাছাকাছি এসে প্রথমে তাঁর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেন তাঁরা। এর পর তাঁকে লক্ষ্য করে একের পর এক গুলি চালানো হয়। ঝাঁঝরা হয়ে যায় সিপিআই নেতার দেহ। এর পর দ্রুত এলাকা ছেড়ে পালান দুষ্কৃতীরা।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্তত তিন-চারজন আততায়ী ছিলেন। চন্দুকে লক্ষ্য করে পর পর পাঁচ রাউন্ড গুলি চালান তাঁরা। আততায়ীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। নিহত নেতার স্ত্রী জানিয়েছেন, চন্দুর সঙ্গে দেবরুপ্পালার সিপিআই(এমএল) সদস্য রাজেশের দীর্ঘ দিনের বিবাদ ছিল। ফলে দুষ্কৃতীরা রাজেশের অনুগামী হতে পারেন বলেও সন্দেহ করছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে খুনিদের শনাক্ত করার চেষ্টা চলছে। সিপিআইয়ের জাতীয় স্তরের নেতা কে নারায়ণ বলেন, ‘‘আমরা যত দূর জানতে পেরেছি, চন্দুকে খুন করেছে তাঁর শত্রুরা। এর নেপথ্যে রাজনৈতিক কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।’’