চালু কথায় বলে, জুতো মেরে গরু দান! দলের প্রবীণতম নেতা ভি এস অচ্যুতানন্দনের সঙ্গে সেই কাজটাই করল সিপিএম!
ধারাবাহিক ভাবে দলের শৃঙ্খলা ভাঙার দায়ে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কড়া ভর্ৎসনা করল সিপিএমের কেন্দ্রীয় কমিটি। দলের তরফে বলা হচ্ছে, নবতিপর নেতার জন্য এটাই চূড়ান্ত হুঁশিয়ারি। এর পরে একই কাজ করলে কড়া শাস্তি ছাড়া গতি নেই। কিন্তু একই সঙ্গে দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও বঙ্গ ব্রিগেডের চাপে ভি এস-কে দলের রাজ্য সম্পাদকমণ্ডলীতে আমন্ত্রিত সদস্য হিসাবে কিছুটা সম্মান ফিরিয়ে দেওয়ার কথাও কেরল সিপিএম নেতৃত্বকে বিবেচনা করতে বলা হল।
তিরুঅনন্তপুরমে এ বার কেন্দ্রীয় কমিটির বৈঠকে সব চেয়ে বেশি উত্তেজনা ছিল কেরলের কয়েক জন নেতা-নেত্রীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি ও পাল্টা দাবি নিয়ে। ভি এসের বিরুদ্ধে বারবার দলবিরোধী কাজকর্মের অভিযোগ ওঠায় কয়েক বছর আগে তৈরি করা হয়েছিল পলিটব্যুরো কমিশন। যে কমিশনের রিপোর্ট শেষ পর্যন্ত রবিবার বৈঠকের শেষ দিনে কেন্দ্রীয় কমিটিতে জমা পড়েছে। অন্যান্য অভিযোগ ছাপিয়েও ২০১৫ সালে আলপ্পুঝায় দলের রাজ্য সম্মেলন ছেড়ে কেন বেরিয়ে গিয়েছিলেন তৎকালীন বিরোধী দলনেতা, সেই প্রশ্নেই ভি এস-কে গেঁথে ফেলেছে কমিশন। রিপোর্ট পেশ হওয়ার পরে পলিটব্যুরো ও কেন্দ্রীয় কমিটিতে বাংলার নেতারা অবশ্য ভি এস-কে কড়া শাস্তি না দেওয়ার পক্ষেই জোরালো সওয়াল করেছেন। তাঁদের যুক্তি, প্রবীণ ভি এস-ই কেরলে দলের জনপ্রিয়তম নেতা। এই শেষ বয়সে তাঁর আরও অসম্মান দলের পক্ষে ভয়ানক ক্ষতিকর হবে!