বিজেপি নেতার অভিযোগে কংগ্রেস সরকারের পুলিশ সিপিএম নেতার বিরুদ্ধে মামলা ঠুকল।
কাশ্মীরের ৩৭০ অনুচ্ছেদ নিয়ে সিপিএমের মধ্যপ্রদেশ রাজ্য সম্পাদকের লেখা বই বিক্রি করছিলেন দলের নেতা-কর্মীরা। রাজ্যের বিজেপি নেতা লোকেন্দ্র পরাশরের আপত্তি শুনে মধ্যপ্রদেশের সিপিএম নেতা শেখ ঘনি-র বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর আইনে মামলা করল কমল নাথ সরকারের পুলিশ।
এক দিকে যখন সংসদের ভিতরে-বাইরে, পশ্চিমবঙ্গের রাজনীতিতেও সিপিএম নেতৃত্ব কংগ্রেসের পাশে থাকার চেষ্টা করছে, সে সময় কংগ্রেস শাসিত রাজ্যে দলের নেতা-কর্মীদের হেনস্থায় শীর্ষনেতারা অস্বস্তিতে পড়েছেন। কিছু দিন আগেই রাজস্থানের সিকরে পুলিশ সিপিএমের দফতরে ঢুকে দুই প্রাক্তন বিধায়ক, আমরা রাম ও পেমা রামকে আটক করেছিল।