Advertisement
০৫ অক্টোবর ২০২৩
Crocodile

Viral: লাফ দিয়ে উঠল কুমির, কী পরিণতি হরিণছানার? ভিডিয়ো ভাইরাল

কুমিরের কবল থেকে বাঁচতে শত চেষ্টাতেও ব্যর্থ হরিণ শাবক। নেটমাধ্যমে ভিডিয়ো ভাইরাল।

হরিণের পা টেনে নেওয়ার মুহূর্ত

হরিণের পা টেনে নেওয়ার মুহূর্ত ছবি: ইনস্টাগ্রাম

সংবাদ সংস্থা
কলকাতা শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২২ ১৭:৫৯
Share: Save:

জলে কুমির-ডাঙায় বাঘ নয়, এখানে ডাঙায় হরিণ। এক কুমিরের হরিণ শাবক শিকারের ভিডিয়ো সম্প্রতি ভাইরাল নেটমাধ্যমে।

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, এক পাল হরিণ পুকুরের ধারে জল খেতে এসেছে। পুকুরের কাদা-জলে কুমিরটি এমন ভাবে মিশে ছিল যে, তা তাদের চোখে ধরা পড়েনি। সুযোগ বুঝে কুমিরটি জলের ভিতর থেকে লাফ দিয়ে ওঠে। হরিণের পাল ভয় পেয়ে পালিয়ে যায়। কিন্তু একটি হরিণ শাবক কুমিরটির খপ্পরে পড়ে। শত চেষ্টা করেও ব্যর্থ হয় শাবকটি।

জনৈক ভারতীয় ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো আপলোড করেন। কোথায় এই ভিডিয়ো তোলা হয়েছে তা জানা যায়নি। নেটনাগরিকদের মতে, বাচ্চা হরিণের পা অনেক ছোট, নরম হয়। সেই কারণেই হরিণ শবকটি পালাতে পারেনি। ভিডিয়োটির ভয়াবহতাই সম্ভবত মানুষকে আকৃষ্ট করছে এটি ভাগ করে নিতে। এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে প্রায় ২,০০০ জন পছন্দ করেছেন।

কয়েক বছর আগে সাউথ আফ্রিকার অঞ্চলে ১৩ ফুট সাইজের কুমির একটি চিতাবাঘকে নালার জলের ভেতরে টেনে নিয়ে যায়। চিতাবাঘটি সেখানে জল খেতেই এসেছিল। সেই ভিডিয়োটিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE