Advertisement
E-Paper

গুপ্তচরবৃত্তির অভিযোগে এ বার এনআইএ-র জালে আধাসেনা জওয়ান! নিরাপত্তা বিষয়ক তথ্য তুলে দিতেন পাকিস্তানের হাতে

ধৃত জওয়ানের নাম মতিরাম জাট। অভিযোগ, ২০২৩ সাল থেকেই নিরাপত্তা বিষয়ক বহু গুরুত্বপূর্ণ তথ্য পাক গোয়েন্দাদের হাতে তুলে দিতেন মতিরাম। এ জন্য পাকিস্তানের গোয়েন্দা আধিকারিকদের থেকে মোটা অঙ্কের ‘পারিশ্রমিক’ও পেতেন তিনি। দিল্লি থেকে তাঁকে গ্রেফতার করে আদালতে হাজির করানো হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৫ ১৫:৫৮
ধৃত সিআরপিএফ জওয়ান।

ধৃত সিআরপিএফ জওয়ান। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে এ বার জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র জালে ধরা পড়লেন সিআরপিএফ জওয়ান। অভিযোগ, পাকিস্তানি গোয়েন্দাদের কাছে জাতীয় নিরাপত্তা বিষয়ক নানা গোপন ও সংবেদনশীল তথ্য তুলে দিতেন তিনি। টানা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে চাকরি থেকেও। শুক্রবার ধৃত জওয়ানকে ১৫ দিনের এনআইএ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন দিল্লির পটিয়ালা হাউস আদালতের বিশেষ এনআইএ বিচারক চন্দরজিৎ সিংহ। অর্থাৎ, আপাতত আগামী ৬ জুন পর্যন্ত হেফাজতেই থাকতে হবে তাঁকে।

ধৃত জওয়ানের নাম মতিরাম জাট। অভিযোগ, ২০২৩ সাল থেকেই নিরাপত্তা বিষয়ক বহু গুরুত্বপূর্ণ তথ্য পাক গোয়েন্দাদের হাতে তুলে দিতেন মতিরাম। এ জন্য পাকিস্তানের গোয়েন্দা আধিকারিকদের থেকে মোটা অঙ্কের ‘পারিশ্রমিক’ও পেতেন তিনি। দিল্লি থেকে তাঁকে গ্রেফতার করে আদালতে হাজির করানো হয়। আদালতের পর্যবেক্ষণ, “মতিরামের বিরুদ্ধে এমন অভিযোগ শুধুমাত্র দেশের নিরাপত্তা জন্যই নয়, বরং ভারতে আসা বিদেশি পর্যটক এবং সাধারণ নাগরিকদের জীবনের নিরাপত্তাতেও গভীর প্রভাব ফেলতে পারে। সশস্ত্র বাহিনী দেশের অন্যতম স্তম্ভ। তাদের বিরুদ্ধে এমন কাজ করার অর্থ দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। অবিলম্বে তদন্ত করে কড়া পদক্ষেপ করা উচিত।”

সদ্যবহিষ্কৃত ওই জওয়ানের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ)-সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক সংশ্লিষ্ট ধারার অধীনে মামলা দায়ের হয়েছে। প্রসঙ্গত, চলতি মাসে এখনও পর্যন্ত পঞ্জাব, হরিয়ানা, গুজরাত এবং উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে ‘পাক গুপ্তচরবৃত্তি’তে জড়িত অন্তত ১৯ জনের খোঁজ পেয়েছে পুলিশ। তাঁদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন জনপ্রিয় ইউটিউবার জ্যোতি মলহোত্রাও।

crpf CRPF Jawan Pakistan Pakistan Spy India Pakistan Tension
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy