Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০৫ ডিসেম্বর ২০২১ ই-পেপার

ছত্তীসগঢ়ে মাওবাদী-সিআরপিএফ সংঘর্ষে নিহত দুই জওয়ান

সংবাদ সংস্থা
বিজাপুর ২৮ জুন ২০১৯ ১৩:২৮
মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছেন দুই সিআরপিএফ জওয়ান। ছবি: সংগৃহীত।

মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছেন দুই সিআরপিএফ জওয়ান। ছবি: সংগৃহীত।

মাওবাদীদের সঙ্গে সিআরপিএফের সংঘর্ষে প্রাণ হারালেন দুই সিআরপিএফ জওয়ান। শুক্রবার ছত্তীসগঢ়ের বিজাপুরের ঘটনা। গুলি লেগে এক গ্রামবাসীরও মৃত্যু হয়েছে বলে খবর।

এ দিন সিআরপিএফের একটি দল তল্লাশি অভিযানে যায়। বিজাপুরের কেশকুতুল এবং চলপারার মাঝে হঠাৎই মাওবাদীরা তাঁদের উপর হামলা চালায়। সিআরপিএফ জওয়ানরাও পাল্টা জবাব দেন।দু’পক্ষের মধ্যে এখনও গুলি বিনিময় চলছে। গুলি লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক সিআরপিএফ জওয়ানের। আর একজনকে গুরুতর আহত অবস্থায় ক্যাম্পে ফিরিয়ে আনা হলেও বাঁচানো যায়নি। সিআরপিএফ একটি ব্যাক আপ টিম ঘটনাস্থলে পাঠিয়েছে।

এ দিন ছত্তীসগঢ়ের রাজনন্দগাঁও-এ সিআরপিএফ অন্য একটি তল্লাশি অভিযান চালায়। সেখানেও মাওবাদীদের সঙ্গে এক দফা গুলি বিনিময় হয় জওয়ানদের। মাওবাদীদের একটি ক্যাম্প ধ্বংস করে দিয়েছে সিআরপিএফ।

Advertisement


Tags:
CRPF Maoist Chhattisgarhছত্তীসগড়সিআরপিএফ

আরও পড়ুন

Advertisement