Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Meghalaya

আইএলপি বিতর্কে কার্ফু মেঘালয়ে

সিএএ বলবৎ হওয়ার পরে নাগাল্যান্ডের বাণিজ্য রাজধানী ডিমাপুর শহরকেও আইএলপি-র আওতায় আনা হয়েছে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ০৩ মার্চ ২০২০ ০১:৩৩
Share: Save:

মেঘালয়ে ইনার লাইন পারমিট (আইএলপি)-এর দাবিতে গা-জোয়ারির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন অ-ভূমিপুত্র মানুষজন। এ বার পারমিট চালু থাকা নাগাল্যান্ডের ডিমাপুরে হেনস্থার প্রতিবাদে বিক্ষোভে নামলেন অ-নাগারা। চলল পথ অবরোধ।

শিলংয়ের পরিস্থিত আপাতত নিয়ন্ত্রণে। নতুন করে হাঙ্গামা বা কারও উপরে আক্রমণের খবর আসেনি। অবশ্য কার্ফুর মেয়াদ আগামীকাল পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ মুখ্যমন্ত্রী কনরাড সাংমা হাসপাতালে ভর্তি থাকা জখমদের দেখতে যান। কনরাড জানান, সকলের চিকিৎসার খরচ রাজ্য সরকার বহন করবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরণের ব্যবস্থা নিয়েছে সরকার। প্ররোচনায় পা না দিতে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

অন্য দিকে, সিএএ বলবৎ হওয়ার পরে নাগাল্যান্ডের বাণিজ্য রাজধানী ডিমাপুর শহরকেও আইএলপি-র আওতায় আনা হয়েছে। অ-নাগাদের অভিযোগ, তারপর থেকেই পুলিশ, নাগা সংগঠনগুলির হেনস্থা, অত্যাচার বেড়েছে। ভয়ে শুক্রবার থেকে অনেক দোকানপাট বন্ধ। কারণ ডিমাপুরের অধিকাংশ দোকান চালান অ-নাগারা। গতকাল বিকেলের পর থেকে পুলিশ আইএলপি পরীক্ষার নামে ব্যাপক ধরপাকড় শুরু করেছে। গ্রেফতার করা হয়েছে ৩০ জনকে। এর পরেই সহস্রাধিক জনতা পথ অবরোধে নামে। লাহরিঘাট-ডিমাপুর চেক পোস্টে নাগাল্যান্ড থেকে অসমমুখী গাড়িগুলি আটকে দেওয়া হয়। বড় পাথর ফেলে বন্ধ করা হয় রাস্তা। ডিমাপুরে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, এখন থেকে আইএলপি নিয়মিত পরীক্ষা করা হবে। ভারতীয় ভোটার কার্ড বা আধার কার্ড দেখাতে না পারলে হাজার টাকা করে জরিমানা দিতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Meghalaya ILP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE