প্রতিনিধিত্বমূলক ছবি।
সরকারি পরিষেবায় সাইবার হানা উত্তরাখণ্ডে! আকস্মিক সাইবার হামলার কারণে বৃহস্পতিবার সে রাজ্যের পুরো তথ্যপ্রযুক্তি ব্যবস্থা অচল হয়ে পড়ে। সরকারি কাজকর্ম বন্ধ হয়ে যায়। এমনকি, রাজ্যের সচিবালয় এবং মুখ্যমন্ত্রীর দফতরও হ্যাকারদের নিশানা হয় বলে সরকারের তরফে জানানো হয়েছে।
উত্তরাখণ্ড সরকারকে তথ্যপ্রযুক্তি সহায়তা প্রদানকারী একটি সংস্থা জানিয়েছে, প্রায় ১০০টি সরকারি ওবেবসাইট হ্যাক করা হয়। সচিবালয়-সহ কোনও সরকারি দফতরে বৃহস্পতিবার কাজ হয়নি। মুখ্যমন্ত্রীর হেল্পলাইন, জমি কেনাবেচার নথিভুক্তকরণের মতো গুরুত্বপূর্ণ কাজ বন্ধ ছিল।
প্রকাশিত বিভিন্ন খবরে দাবি, শুক্রবার সকাল পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। উত্তরাখণ্ড ‘তথ্যপ্রযুক্তি উন্নয়ন সংস্থা’ (আইটিডিএ)-র বিশেষজ্ঞ দল সাইবার হামলা মোকাবিলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। উত্তরাখণ্ডের তথ্যপ্রযুক্তি সচিব নীতীশ ঝা এবং আইটিডিএ ডিরেক্টর নিতিকা খান্ডেলওয়াল সাইবার হামলার খবর পাওয়ার পরেই আইটিডিএ-পৌঁছেছিলেন। এখনও তাঁরা সেখানেই রয়েছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy