পুরী, ভুবনেশ্বর, কটক, ভদ্রক, চাঁদিপুর, বালেশ্বর। ওড়িশার উপকূল জুড়ে তাণ্ডব চালিয়েছে ভয়াবহ সামুদ্রিক ঘূর্ণিঝড় ফণী। কোথাও উপড়ে গেল গাছ, কোথাও উড়ে গেল বাড়ির চাল। কোথাও সামুদ্রিক জলোচ্ছ্বাস বাঁধ ছাপিয়ে ঢুকে যায় জনপদে।
আগে থেকেই ছিল পূর্বাভাস। তাই আগে থেকেই খালি করে দেওয়া হয়েছিল সমুদ্রের ধারের সমস্ত হোটেল। তৈরি ছিলেন বিপর্যয় মোকাবিলার দায়িত্বে থাকা লোকজনও। কিন্তু রক্ষা পায়নি স্থায়ী কাঠামো, বাড়িঘর, গাছপালা। ফুঁসছে সমুদ্র। বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। সামুদ্রিক ঢেউ, ঝড় আর তুমুল বৃষ্টি রেহাই দেয়নি অনেক কিছুকেই।
ধ্বংসের সেই ছবিই দেখা গেল ভুবনেশ্বরে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস হস্টেলে ঝড়ের দাপটে ছাদ উড়ে যাওয়ার এই ছবিই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: ভয়াল-ভয়ঙ্কর ধ্বংসলীলায় লন্ডভণ্ড পুরী-ভুবনেশ্বর, যুদ্ধকালীন তত্পরতায় শুরু উদ্ধারকাজ
Video clip of a roof being blown off at the undergraduate hostel in AIIMS Bhubaneshwar due to #CycloneFani #Fani #FaniCyclone #FaniUpdates pic.twitter.com/97c5ELQJ46
— K.S. Dhatwalia (@DG_PIB) May 3, 2019