আগামী সপ্তাহে বঙ্গোপসাগরের উপর সৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড়। এমনই পূর্বাভাস দিল মৌসম ভবন। ইতিমধ্যেই দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন মলাক্কা প্রণালীতে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। শনিবার থেকে সেটি শক্তি বাড়াতে শুরু করবে। তার পর সেটি উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। আরও শক্তি বাড়িয়ে সেটি ২৪ নভেম্বরের সন্ধ্যার মধ্যে নিম্নচাপে পরিণত হবে।
মৌসম ভবন জানাচ্ছে, সেই নিম্নচাপ পরের ৪৮ ঘণ্টায় আরও শক্তিশালী হবে এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে উত্তর-পশ্চিম বরাবর অগ্রসর হবে। পরিস্থিতি যদি অনুকূল থাকে, তা হলে সেটি আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে বর্তমানে এই প্রক্রিয়াটি প্রাথমিক স্তরে রয়েছে। যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় গোটা প্রক্রিয়াটি, তা হলে সেই ঘূর্ণিঝড়ের নাম হবে ‘সেনিয়ার’। যার অর্থ সিংহ। সংযুক্ত আরব আমিরশাহি এই নাম প্রস্তাব করেছে।
আরও পড়ুন:
মৌসম ভবন জানিয়েছে, ইনস্যাট-৩ডিএস উপগ্রহচিত্রে দেখা গিয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরের উপর মেঘের উপস্থিতি রয়েছে। তবে পুরো বিষয়টিই একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। তবে সেটি যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে, তেমন কোনও স্পষ্ট বার্তা দেওয়া হয়নি। তবে গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে সূত্রের খবর। তবে নিম্নচাপের জন্য আগামী কয়েক দিন আগামী কয়েক দিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এ ছাড়াও বৃষ্টি হতে পারে তামিলনাড়ুর উপকূলীয় জেলাগুলিতে। শনি থেকে সোমবারের মধ্যে ৭০-১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে তামিলনাড়ুর দক্ষিণ উপকূলীয় অংশে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। এই সময় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।