আবার ফতোয়া দারুল উলুমের। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার উপর নিষেধাজ্ঞা দিল উত্তরপ্রদেশের দেওবন্দের এই ইসলামিক প্রতিষ্ঠান। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম বা স্ন্যাপচ্যাটে নিজের বা অন্য কারও ছবি পোস্ট করা ‘ইসলাম বিরোধী’— নিদান দিয়েছে দারুল উলুম। আর এই ফতোয়াকে ঘিরে ফের বিতর্কের কেন্দ্রে চলে এসেছে দওবন্দের ইসলামিক প্রতিষ্ঠানটি।
দারুল উলুমের যে শাখা প্রতিষ্ঠানটির হয়ে বিভিন্ন রকমের ফতোয়া জারি করে, সেই দারুল ইফতা-ই জারি করেছে এ বারের ফতোয়াও। কোনও মুসলিম পুরুষ বা মহিলা সোশ্যাল মিডিয়ায় নিজেদের বা পরিবারের কারও ছবি যেন পোস্ট না করেন। এই সব পোস্ট ইসলামের বিরোধী, জানিয়েছে দারুল ইফতা।
আরও পড়ুন: কাশ্মীরে সেনা জওয়ানদের সঙ্গেই দিওয়ালি কাটাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী