বাবার মৃত্যু হল। কিন্তু মৃত্যুর আগে তিনি কোনও ইচ্ছাপত্র (উইল) করে যাননি। তা হলে পিতার স্বোপার্জিত ও অন্যান্য সম্পত্তি কি পাবেন তাঁর কন্যা? এই মামলায় তাৎপর্যপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট রায় দিল, বাবার মৃত্যু হলে মেয়ে পিতার অর্জিত এবং অন্যান্য সম্পত্তি পাওয়ার অধিকারী হবেন। এ ক্ষেত্রে কোনও ইচ্ছাপত্র (উইল) না করে গেলেও মৃত পিতার কন্যা এই অধিকার পাবেন। এবং পরিবারের অন্য সদস্যদের তুলনায় কন্যা অগ্রাধিকার পাবেন।