সংরক্ষণের সঙ্গে যোগ্যতার বিরোধ নেই বরং তা যোগ্যতার সুফলকে আরও বিস্তৃত করে— এই যুক্তিতে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিট-এ অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য ২৭ শতাংশ সংরক্ষণ বহাল রাখল সুপ্রিম কোর্ট। যোগ্যতাকে তার সামাজিক পটভূমির নিরিখে বিচার করতে হবে বলে জানাল তারা।
এ মাসের সাত তারিখ সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এ এস বোপান্নার বেঞ্চ তাদের সংক্ষিপ্ত নির্দেশে ওবিসি সংরক্ষণকে সাংবিধানিক ভাবে বৈধ বলে ঘোষণা করে। অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেণির ১০ শতাংশ কোটার জন্য কেন্দ্রীয় সরকার বার্ষিক আট লক্ষ টাকা আয়ের যে ঊর্ধ্বসীমা নির্ধারণ করেছিল, সেটিও চলতি শিক্ষাবর্ষের জন্য বহাল রাখে। বিচারপতিরা বলেছিলেন, পরে তাঁরা বিস্তারিত নির্দেশ দেবেন এবং তাঁদের সিদ্ধান্তের যুক্তিও ব্যাখ্যা করবেন। বৃহস্পতিবার সেই বিস্তারিত নির্দেশ এল।
বিস্তারিত নির্দেশে আজ বিচারপতিরা বলেছেন, আর্থিক ও সামাজিক ভাবে এগিয়ে থাকার দীর্ঘপুঞ্জিত সুবিধা যে কিছু শ্রেণি ভোগ করে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় তার প্রতিফলন নেই। সুতরাং মেধাকে তার সামাজিক পটভূমি থেকে বিচ্ছিন্ন করে দেখা চলে না। আদালতের মতে, সংরক্ষণের ব্যবস্থা মানে যোগ্যতার সঙ্গে আপস করা নয়, বরং যোগ্যতার সুফলকে আরও বিস্তৃত করা।