ভারত এবং আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা কোন পথে এগোবে? ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কি কোনও প্রভাব পড়বে বাণিজ্য আলোচনায়? গত কয়েক দিন ধরে এমন বেশ কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তবে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের পোস্টে আভাস, বাণিজ্য আলোচনা সঠিক দিশাতেই এগোচ্ছে। আমেরিকার বাণিজ্যসচিব হোয়ার্ড লুটনিকের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন তিনি। হাসিমুখে উভয়ের হাতে হাত ধরা ছবি পোস্ট করে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, প্রথম দফার বাণিজ্যচুক্তি নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে তাঁদের। যদিও আলোচনায় বাণিজ্যের কী কী বিষয় উঠে এসেছে, তা বিস্তারিত উল্লেখ করেননি তিনি।
সম্প্রতি ভারত-পাক সংঘর্ষবিরতির পাশাপাশি ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নিয়েও মন্তব্য করেছেন ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্টের দাবি, ভারতে আর অ্যাপ্লের জিনিস তৈরি না-করার জন্য অ্যাপ্ল কর্তা টিম কুককে প্রস্তাব দিয়েছেন তিনি। সেই প্রসঙ্গেই তিনি আরও দাবি করেন, তাঁর ভারত থেকে নাকি নিঃশুল্ক বাণিজ্যচুক্তির প্রস্তাব পেয়েছিল আমেরিকা! ট্রাম্পের ওই মন্তব্যের পরেই ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট করে দিয়েছিলেন, বাণিজ্য নিয়ে আলোচনা চলছে এবং কোনও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। জয়শঙ্কর বলেছিলেন, “যে কোনও বাণিজ্যচুক্তি পারস্পরিক ভাবে লাভজনক হতে হবে। এটি উভয় দেশের জন্য ফলপ্রসূ হবে। বাণিজ্যচুক্তি থেকে এটিই আমাদের প্রত্যাশা।”
ঘটনাচক্রে, ভারত এবং আমেরিকার মধ্যে বিগত কয়েক মাস ধরে দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি নিয়ে দফায় দফায় আলোচনা চলছে। কখনও আমেরিকার প্রতিনিধিদল ভারতে এসেছে আলোচনার জন্য, কখনও ভারতীয় প্রতিনিধিদল আমেরিকায় গিয়েছে। ঘটনাচক্রে, দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে ট্রাম্পের ওই মন্তব্যের পর এই প্রথম দুই দেশ বাণিজ্য নিয়ে আলোচনায় বসল। গত ১৭ মে থেকে ওয়াশিংটনে ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে চার দিনের আলোচনা শুরু হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী গোয়েলও বর্তমানে আমেরিকাতেই রয়েছেন। সোমবার রাতে (ভারতীয় সময় অনুসারে) সমাজমাধ্যমে একটি পোস্টে আমেরিকার বাণিজ্যসচিবের সঙ্গে ইতিবাচক আলোচনার কথা জানান তিনি।
আরও পড়ুন:
বৈঠকে কী কী বিষয় উঠে এসেছে, তা দু’পক্ষের কেউই এখনও প্রকাশ্যে আনেনি। তবে ‘ব্লুমবার্গ’-এর একটি রিপোর্টের কথা উল্লেখ করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তিতে তিনটি ভাগ রয়েছে। এই চুক্তি নিয়ে জুলাই মাসের মধ্যে প্রাথমিক সিদ্ধান্তে আসতে পারে দু’পক্ষ।