এ বার কি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি হতে চলেছে? দীর্ঘ তিন বছর ধরে দুই দেশের লড়াই থামার সম্ভাবনা তৈরি হয়েছে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বার্তায়। সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, ট্রাম্পকে পুতিন আশ্বাস দিয়েছেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির লক্ষ্যে অগ্রসর হতে রাশিয়া প্রস্তুত।
শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইউক্রেনের সঙ্গে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও ট্রাম্পকে আশ্বস্ত করেছেন পুতিন। কয়েকটি প্রকাশিত খবরে দাবি, যুদ্ধবিরতির শর্ত হিসেবে আন্তর্জাতিক ভাবে ‘ইউক্রেনের ভূখণ্ড’ হিসেবে স্বীকৃত ক্রাইমিয়া এবং ডনবাসে (ডনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলকে একত্রে এই নামে ডাকা হয়) রুশ দখলদারি বজায় রাখার বার্তা দিয়েছেন পুতিন। প্রসঙ্গত, গত শুক্রবার ইস্তানবুলের রয়্যাল প্যালেসে কোনও মধ্যস্থতাকারী ছাড়াই যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে প্রথম বার মুখোমুখি আলোচনা করেছিল রাশিয়া-ইউক্রেনে। কিন্তু যুদ্ধে ১১৭৭তম দিনে দু’পক্ষের প্রথম মুখোমুখি বৈঠক ফলপ্রসূ হয়নি।
আরও পড়ুন:
এর পর নতুন করে যুদ্ধবিরতির জন্য সক্রিয় হন ট্রাম্প। হোয়াইট হাউসের তরফে রবিবার জানানো হয়েছিল, পুতিনের পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গেও কথা বলবেন ট্রাম্প। আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না হলে মস্কো অন্তর্বর্তী যুদ্ধবিরতির প্রস্তাব মানবে না বলেই মনে করছেন কূটনীতি ও সামরিক বিশেষজ্ঞদের একাংশ। তাঁদের মতে, পুতিন আশঙ্কা করছেন অন্তর্বর্তী যুদ্ধবিরতির সময়টুকুর সদ্ব্যবহার করে পশ্চিম ইউরোপের দেশগুলির সহায়তার অস্ত্র আমদানি করে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নেবেন জ়েলেনস্কি। এ বিষয়েও ট্রাম্পের কাছে কিছু শর্ত দিয়েছেন পুতিন।