Advertisement
E-Paper

‘খান ইউনুসে নয় প্যালেস্টাইনিরা’! নেতানিয়াহু গাজ়া দখলের ঘোষণা করতেই তৎপর ইজ়রায়েলি সেনা!

ইজ়রায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সোমবার এক ভিডিয়ো বার্তায় বলেন, ‘‘তীব্র লড়াই চলছে। আমাদের সেনার অগ্রগতি অব্যাহত। আমরা পুরো গা়জ়া উপত্যকা নিয়ন্ত্রণে নেব।’’

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৫ ২০:৪১
Israeli army issues forced displacement order for Palestinians from Khan Younis of Gaza

গাজ়া দখলের ঘোষণা নেতানিয়াহুর। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গাজ়া ভূখণ্ডের দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনুস ছাড়ার জন্য অসামরিক প্যালেস্টাইনি নাগরিকদের নির্দেশ দিল ইজ়রায়েলি সেনা। ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজ়া দখলের কথা ঘোষণার পরেই সোমবার দেওয়া হল ওই নির্দেশ।

স্বাধীনতাপন্থী প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ২০২৩ সালের ৭ সেপ্টেম্বরের হামলার পরেই অভিযান শুরু করেছিল তেল আভিভ। কাতার, আমেরিকা এবং মিশরের উদ্যোগে চলতি বছরের ১৫ জানুয়ারি সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয় ইজ়রায়েল এবং হামাস। তবে প্রথম দফার ওই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর মার্চের গোড়ায় ফের গাজ়ায় হামলা শুরু করে ইজরায়েলি সেনা। একই সঙ্গে গাজ়া ভূখণ্ডে খাবার সরবরাহ বন্ধ করা-সহ বেশ কিছু অবরোধ চাপানোও শুরু করে তারা।

এই আবহে নেতানিয়াহু এক ভিডিয়ো বার্তায় বলেন, ‘‘তীব্র লড়াই চলছে। আমাদের সেনার অগ্রগতি অব্যাহত। আমরা পুরো গাজ়া উপত্যকা নিয়ন্ত্রণে নেব।’’ গাজ়া ভূখণ্ডে যাতে কোনও দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি না হয়, তা নিশ্চিত করতেই গাজ়াবাসীর জন্য ন্যূনতম পরিমাণ খাদ্য সরবরাহের অনুমোদন দেওয়া হতে পারে বলেও বার্তা দেন তিনি। যদিও এখনও তা কার্যকর হয়নি। গত ২৪ ঘণ্টায় ইজ়রায়েল সেনার হামলায় গাজ়ায় প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছে।

২০২৩ সালের অক্টোবরের ৭ তারিখে হামাসের হামলার জবাব দিতে গিয়ে প্রথমে বন্দুকের নলের সামনে রেখে উত্তর গাজ়া ফাঁকা করিয়েছিল ইজ়রায়েলি বাহিনী। একে একে মধ্য ভূখণ্ডও গ্রাস করেছে তারা। ঘরবাড়ি, হাসপাতাল, ধূলিসাৎ করেছে সব। তার পর টানা হামলা চলেছে দক্ষিণের খান ইউনুস এবং রাফায়। সেখানকার শরণার্থী শিবিরগুলিতে প্রায় পাঁচ লক্ষের বেশি প্যালেস্টাইনি রয়েছেন। ইজ়রায়েল সেনার গ্রাউন্ড অপারেশনে তাই বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

Israel-Palestine War Gaza war Benjamin Netanyahu
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy