তিরুঅনন্তপুরম, ২৯ সেপ্টেম্বর: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে খুনের হুমকি দিয়েছেন এক বিজেপি নেতা! তা-ও আবার একটি টেলিভিশন চ্যানেলে লাইভ টক শো চলাকালীন। তার পরেই ঘটনাটি নিয়ে উদ্বেগপ্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। তাঁদের দাবি, ওই বিজেপি নেতাকে দ্রুত গ্রেফতার করতে হবে এবং সুনিশ্চিত করতে হবে বিরোধী দলনেতার নিরাপত্তা। গোটা ঘটনাকে বিজেপি এবং আরএসএসের ষড়যন্ত্র হিসেবে দেখছে কংগ্রেস। যে বিজেপি নেতা রাহুলকে খুনের হুমকি দিয়েছেন, তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কেরল পুলিশ।
একটি টেলিভিশন চ্যানেলে টক শো চলাকালীন পিন্টু মহাদেবন নামে এক বিজেপি নেতা রাহুলকে আক্রমণ করেন। অভিযোগ, তিনি বলেছেন, ‘রাহুল গান্ধীর বুকে গুলি করা হবে’। এর পরেই বিজেপি-কে নিশানা করে আক্রমণে নেমে পড়েছে কংগ্রেস। গত কাল এআইসিসি-র সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল বিষয়টি নিয়ে উদ্বেগপ্রকাশ করে অমিত শাহকে চিঠি লিখেছেন। তাতে তিনি বলেছেন, ‘রাজনৈতিক মতপার্থক্য সাংবিধানিক কাঠামোর মধ্যেই মিটিয়ে ফেলা উচিত। কিন্তু বিজেপি নেতারা টিভিতে সরাসরি বিতর্কে রাজনৈতিক প্রতিপক্ষকে খুনের হুমকি দিচ্ছেন। আরএসএসের মতাদর্শের বিরুদ্ধে রাহুল গান্ধীর লড়াই তাঁদের কাঁপুনি ধরিয়ে দিয়েছে। লোকসভার বিরোধী দলনেতাকে যে হুমকি দেওয়া হয়েছে, তা অসাবধানবশত বলা কোনও কথা নয়। এটা ঠান্ডা মাথায় পরিকল্পনা করে ভীতি তৈরির চেষ্টা’।
হুমকির ঘটনায় বিজেপির শীর্ষ নেতৃত্বকে টেনে এনেছে কংগ্রেস। বিজেপিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি করে কংগ্রেস সমাজমাধ্যমে লিখেছে, ‘যদি বিজেপি তা না করে, তা হলে দেশাবাসীর এটা বিশ্বাস করার পূর্ণ অধিকার রয়েছে যে এই জঘন্য কাজের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জড়িত’। কংগ্রেসের হুঁশিয়ারি, ‘বিজেপি সব সীমা অতিক্রম করছে...’।
‘খুনের হুমকি’র প্রতিবাদে পিন্টুর বাড়ির সামনে আজ বিক্ষোভ দেখান কেরলের কংগ্রেস কর্মীরা। তাঁরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ জলকামান দেগে ভিড় সরায়। ওই বিজেপি নেতা আরএসএসের ছাত্র সংগঠন সারা ভারত বিদ্যার্থী পরিষদের কেরল শাখার সভাপতি ছিলেন। এফআইআরে পিন্টুর বিরুদ্ধে ভারতীয় বিচার সংহিতার ধারা অনুযায়ী, উস্কানিমূলক কাজে দাঙ্গার চেষ্টা, অশান্তির ছড়ানো এবং অপরাধমূলক ভীতি প্রদর্শনের অভিযোগ দায়ের হয়েছে।সংবাদ সংস্থা
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)