অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট বক্তৃতায় ২০২৫-২৬ অর্থবর্ষে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে ৬ লক্ষ ৮১ হাজার টাকা করার কথা ঘোষণা করলেন। ২০২৪-২৫ অর্থবর্ষে এই অঙ্ক ছিল ৬ লক্ষ ২১ হাজার কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে এই অঙ্ক ছিল ৫ লক্ষ ৯৪ হাজার কোটি টাকা।
মোট বাজেট বরাদ্দের মধ্যে মূলধনী ব্যয়ের পরিমাণ ১ লক্ষ ৯২ হাজার কোটি টাকা। অস্ত্র এবং সামরিক সরঞ্জাম কেনা এবং সশস্ত্র বাহিনীর তিন শাখার আধুনিকীকরণের জন্য এই অর্থ ব্যয় করা হবে। প্রতিরক্ষা গবেষণা ও উৎপাদন ক্ষেত্রে বেসরকারি সংস্থার সহায়তার কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী। মূলধনী ব্যয়ের মধ্যে, বিমান এবং অ্যারো ইঞ্জিনের জন্য ৪৮ হাজার ৬১৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং নৌসেনার যুদ্ধজাহাজের জন্য বরাদ্দ ২৪ হাজার ৩৯০ কোটি টাকা।
আরও পড়ুন:
এ ছাড়া অন্যান্য সামরিক সরঞ্জামের জন্য ৬৪ হাজার ৯৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে মূলধনী ব্যয়ের অধীনে। গত বাজেটে মূলধনী ব্যয়বরাদ্দ ছিল ১ লক্ষ ৭২ হাজার কোটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘আত্মনির্ভরতা’র স্লোগান মেনে প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রে ‘মেক ইন ইন্ডিয়া’ গুরুত্ব পাবে বলেও জানিয়েছেন নির্মলা। এ ছাড়া বেতন ও পেনশন সংক্রান্ত ব্যয় ১ লক্ষ ৬০ হাজার কোটি টাকা এবং রাজস্ব ব্যয় ৪ লক্ষ ৮৮ হাজার কোটি টাকা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বাজেটবৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন।