দিল্লির অ্যাসিড হামলার ঘটনায় এ বার ভুক্তভোগী তরুণীর বাবার বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ তুললেন মূল অভিযুক্তের স্ত্রী! শুধু তা-ই নয়, ব্ল্যাকমেলেরও অভিযোগও করেছেন তিনি।
রবিবার উত্তর-পশ্চিম দিল্লির অশোক বিহারে এক কলেজপড়ুয়ার উপর অ্যাসিড হামলার ঘটনা ঘটে। অভিযোগ, কলেজ যাওয়ার পথে ২০ বছর বয়সি ওই তরুণীকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়া হয়। বাইকে চেপে এসে তিন যুবক তাঁর পথ আটকায় এবং হামলা চালায় বলে অভিযোগ। দিল্লি পুলিশ জানিয়েছে, তরুণীর মুখ লক্ষ্য করে অ্যাসি়ড ছুড়ে মারেন অভিযুক্ত। হাত দিয়ে কোনওক্রমে মুখ বাঁচাতে পারেন ওই ছাত্রী। তবে তাঁর দু’হাত মারাত্মক ভাবে দগ্ধ হয়। বর্তমানে হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। কেন তাঁর উপর এমন হামলা চালানো হল, তা নিয়ে প্রশ্ন উঠছে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তার মধ্যেই প্রকাশ্যে এল ঘটনার মূল অভিযুক্তের স্ত্রীর অভিযোগ। তদন্তকারীরা জানতে পেরেছেন, অভিযুক্তেরা তিন জনেই তরুণীর পূর্বপরিচিত। তাঁদের মধ্যে এক জন দীর্ঘ দিন ধরে ধারাবাহিক ভাবে তরুণীর পিছু নিতেন বলে অভিযোগ। ওই অভিযুক্তের স্ত্রীই এ বার থানায় তরুণীর বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন।
আরও পড়ুন:
কী অভিযোগ ওই মহিলার? অভিযোগপত্রে তাঁর বয়ান অনুযায়ী, আক্রান্ত তরুণীর বাবার কাছে কাজ করতেন তিনি। দিন কয়েক আগে সেই কাজ ছেড়ে দেন। তবে যখন তিনি কাজ করতেন তখন জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন। পরে ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেল করতেন আক্রান্তের বাবা। যদিও এই সব অভিযোগ অস্বীকার করেছে ভুক্তভোগীর পরিবার। তাদের দাবি, অ্যাসিড হামলার তদন্তের গতিপথ ঘোরাতে করতেই এই সব মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। ইতিমধ্যেই জাতীয় মহিলা কমিশন বিষয়টি নিয়ে দিল্লি পুলিশের কমিশনারের সঙ্গে যোগাযোগ করেছে। দ্রুত অভিযুক্তদের গ্রেফতারির দাবি জানিয়েছে। অন্য দিকে, দিল্লির লেফটেন্যান্ট গর্ভনর ভিকে সাক্সেনা দ্রুত মূল অভিযুক্তকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে। পুলিশ কমিশনারও আশ্বস্ত করেছেন, তাঁর খোঁজ চলছে। অবিলম্বে তাঁকে হেফাজতে নেওয়া হবে।